Sunscreen

Skincare: কতটা সানস্ক্রিন প্রয়োজন? হিসেব করতে কে সি নাগের অঙ্ক বইয়ের সাহায্য দরকার

রোদ থেকে ত্বক বাঁচাতে কতটা সানস্ক্রিন মাখতে হবে? এ বিষয়ে এক এক জনের এক এক মত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২১ ১৬:৪৬
Share:

কতটা সানস্ক্রিন মাখবেন মুখে? ছবি: সংগৃহীত

রুট ওভার, স্কোয়ার সেন্টিমিটার, ‘পাই’— ভেবেছিলেন ছোটবেলায় কে সি নাগের অঙ্কের বইয়ের বাইরে এর ব্যবহার আর নেই। বা থাকলেও, তা আপনার কম্মে লাগবে না। কিন্তু না। রোদে বেরোনোর আগে কতটা সানস্ক্রিন মাখবেন, তার হিসাব করতেও দ্বারস্থ হতে হবে মাধ্যমিকের পরিমিতির।

Advertisement

রোদ থেকে ত্বক বাঁচাতে কতটা সানস্ক্রিন মাখতে হবে? এ বিষয়ে এক এক জনের এক এক মত। কেউ বলবেন, মোটা করে এই ক্রিম মাখতে হবে। কেউ বলবেন, পাতলা আবরণই যথেষ্ট। কিন্তু আসলে কতটা মাখতে হবে, তার পিছনে নাকি আছে জটিল অঙ্কের হিসেব।

নেটমাধ্যমে রূপচর্চার জনপ্রিয় পরামর্শদাতা র‌্যামন এই বিষয়ে আলোকপাত করেছেন। তাঁর দেওয়া হিসেব দেখে নেওয়া যাক।

Advertisement

• প্রথমে সেন্টিমিটার এককে মুখের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপতে হবে।

• সেই সংখ্যাগুলিকে ২ দিয়ে ভাগ করতে হবে।

• ভাগফলগুলিকে পরস্পরের সঙ্গে গুণ করতে হবে।

• সেই গুণফলের সঙ্গে π (‘পাই’ অর্থাৎ ২২/৭) গুণ করতে হবে।

এ বার উদাহরণ দিয়ে বিষয়টি দেখে নেওয়া যাক:

ধরা যাক, কারও মুখের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে ২৩ এবং ২১ সেন্টিমিটার। তা হলে তাঁর ক্ষেত্রে প্রাথমিক অঙ্ক হল:

২৩/২ সেমি x ২১/২ সেমি x π = ১১.৫ সেমি x ১০.৫ সেমি x π = ৩৭৯.৫ স্কোয়ার সেমি

হিসেবের সুবিধার্থে একে ৩৮০ স্কোয়ার সেমি বলে ধরে নেওয়া যাক।

সানস্ক্রিনের মাপ বুঝতে হাতে নিতে হবে অঙ্ক বই।

র‌্যামনের হিসেব বলছে প্রতি স্কোয়ার সেমি জায়গার জন্য ২ মিলি গ্রাম সানস্ক্রিন ব্যবহার করতে হবে।

ফলে এ ক্ষেত্রে সংখ্যাটা দাঁড়াবে: ৩৮০ x ২ = ৭৬০ মিলিগ্রাম

হিসেবের সুবিধার্থে একে ৮০০ মিলিগ্রাম বা ০.৮ গ্রাম বলে ধরে নেওয়া যেতে পারে।

র‌্যামনের দাবি, অন্তত পক্ষে এই পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করতেই হবে। তার সামান্য বেশি হলেও ক্ষতি নেই।

নেটমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে এই কথা জানিয়েছেন র‌্যামন। এক দিনের মধ্যেই ভিডিয়োটি ৪ লক্ষ ৪৫ হাজার বার শেয়ার হয়েছে। এত ‘সহজ’ অঙ্কে অনেকেরই মন ভরেছে, বোঝা যাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন