ঝরা চুল আটকে বেসিনের মুখ আটকে যাচ্ছে? কী ভাবে এমন সমস্যার সমাধান হবে? ছবি: শাটারস্টক।
বেসিন হোক বা স্নানঘর— জল বেরোনোর জায়গায় গোছা গোছা চুল আটকে থাকছে? নিয়মিত সে সব পরিষ্কার করা কম ঝক্কির নয়। নজর না দিলেই জল আটকে বিশ্রী অবস্থা হবে। কিন্তু কী ভাবে এমন সমস্যার সমাধান সম্ভব?
অনেক বাড়িতেই বেসিনের উপরে আয়না লাগানো থাকে। যেখানে দাঁড়িয়ে চুল আঁচড়ান বাড়ির সদস্যরা। ফলে চুল পড়ে সেখানে। তারপর জল বেরোনোর জায়গায় আটকে যায়। আবার বাড়ির কোনও সদস্যের চুল ঝরলে বিশেষত মহিলাদের লম্বা চুল হলে তা ঘরের এদিক-ওদিক ছড়িয়ে থাকে। জল দিয়ে ঘর মুছে, নোংরা জল ফেলতে গেলেই নর্দমার মুখে তা আটকে যায়।
১। চুল আঁচড়ানোর পর যেখানে যেখানে চুল পড়ছে বা চিরুনিতে লেগে থাকা চুল ছাড়িয়ে নির্দিষ্ট জায়গায় ফেলুন। এতে ঘরের মেঝেতে বা যত্রতত্র চুল পড়ে থাকবে না।
২। স্নান যাওয়ার আগে একবার ভাল করে চুল আঁচড়ে নিন।
৩। স্নানের সময় ‘শাওয়ার ক্যাপ’ পরে থাকতে পারেন। এতেও চুল উঠে জলে ধুয়ে নর্দমার মুখ আটকে দেবে না।
৪। চুল পড়ে যাতে স্নানঘরের জালিতে আটকে না যায় সে জন্য আরও একটি ব্যবস্থা করতে পারেন। এমন সমস্যা সমাধানের জন্য বিশেষ ধরনের জালি পাওয়া যায়। আঠা লাগানো জিনিসটি স্নানঘরের জল বেরোনোর জায়গায় আটকে দিতে পারেন। চুলও সেখানে আটকে যাবে। তারপর চুল ফেলে দিলেই হবে।
৫। বাড়িতে পোষ্য থাকলে, তাদের লোমেও নর্দমার মুখ আটকে যেতে পারে। পোষ্যকে স্নান করানোর আগে ভাল করে লোম আঁচড়ে নিন। পোষ্যের লোম পরিষ্কার করার আরও একটি কার্যকর জিনিস হল স্টিকি রোলার। ছোট, বড় বিভিন্ন আয়তনের হয় এগুলি। একটি রোলার থাকে এটির। হাতল ধরে রোলার সোফায় বা যে কোনও জায়গায় বুলিয়ে দিলেই, তাতে লেগে যায় লোম।
জল আটকে গেলে কী করবেন?
· অনেক সময় জমাট বাঁধা চুল আটতে নর্দমার জল বরোনোর পথ বন্ধ হয়ে যায়। এ ক্ষেত্রে এককাপ ভিনিগারে ১ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে ঢেলে দিন। মিনিট পাঁচেক পরে এক মগ গরম জল ঢালুন। এতে কিছুটা হলে নর্দমার পাইপ পরিষ্কার হয়ে যাবে।
· কোনও সরু জিনিসের সাহায্যে নর্দমার জালির উপর জমে থাকা চুল তুলে ফেলে দিন।