চা পাতা ফেলে দেন? বহু সমস্যার সমাধান লুকিয়ে আছে এতে

চা পাতার রয়েছে বহুমুখী উপকারিতা। তা জেনে নিলে চা পাতা ফেলে দেওয়ার আগে দু’বার ভাববেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৩ ১৮:৫৫
Share:

চা পাতার গুণ অনেক। ছবি: সংগৃহীত।

বাঙালি বাড়িতে নিয়ম করে সকাল, বিকাল চায়ের আসর বসে। এক কাপ গরম চায়ে যেন লুকিয়ে থাকে শরীর এবং মনের চাঙ্গা থাকার রহস্য। দিনে কয়েক কাপ চা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। কিন্তু চা করার পর কি চায়ের পাতা ফেলে দেন? সাধারণত অনেকেই তা করেন। চা পাতারও যে গুণ রয়েছে, তা অনেকেই জানেন না। চা পাতার রয়েছে বহুমুখী উপকারিতা। তা জেনে নিলে চা পাতা ফেলে দেওয়ার আগে দু’বার ভাববেন।

Advertisement

গাছের সার

বাগানের শখ রয়েছে? দোকান থেকে কিনে আনা সারের উপরেই কি কেবল ভরসা করলে চলবে? ফোটানো চায়ের পাতাও কিন্তু হতে পারে দারুণ সার। চায়ের পাতা রোদে শুকিয়ে তার পর গাছের গোড়ায় সার হিসেবে ব্যবহার করুন।

Advertisement

কন্ডিশনার হিসাবে

শ্যাম্পু করার পর ঠিক মতো কন্ডিশনিং না করলে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। সব সময়ে দোকান থেকে কেনা কন্ডিশনার না লাগিয়ে প্রাকৃতিক কন্ডিশনার দিয়েও চুলের যত্ন নিতে পারেন। এই রকমই একটি প্রাকৃতিক কন্ডিশনার হল চা পাতা। ফোটানো চায়ের পাতা সিদ্ধ করে নিন। শ্যাম্পু করার পর সেই জল দিয়ে ধুয়ে নিলে চুল মোলায়েম হয়ে উঠবে।

জুতোর দুর্গন্ধ তাড়াতে

ঋতু বদলের সময়ে জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? তা থেকে নিস্তার পেতে গ্রিন টিতে ভরসা রাখুন। গ্রিন টির পাতা জুতোর ভিতরে এক দিন রাখলেই গন্ধ দূর হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement