ভাল থেকো...

সুস্থতার অ্যাপস

সুস্থ থাকার পাসওয়ার্ড এখন মিলতে পারে স্মার্টফোনের নানা অ্যাপেই। রইল বাছাই কিছু অ্যাপের সন্ধান।সুস্থ থাকার পাসওয়ার্ড এখন মিলতে পারে স্মার্টফোনের নানা অ্যাপেই। রইল বাছাই কিছু অ্যাপের সন্ধান।

Advertisement
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৫ ০০:৩৫
Share:

•ব্রেনিঅ্যাপ: অ্যালঝাইমার রোগ সম্বন্ধে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে এই অভিনব অ্যাপটি বানিয়েছে অস্ট্রেলিয়ার একটি সংস্থা। অ্যালঝাইমার ও অন্যান্য স্ম‌ৃতিভ্রংশ সংক্রান্ত রোগের বিরুদ্ধে লড়তে বহু জরুরি পরামর্শ দেয় এই অ্যাপ।

Advertisement

•গ্লুকো: নির্ভুল ব্লাড সুগার লেভেল নির্ণয়ের ক্ষেত্রে মুশকিল আসান হতে পারে এই অ্যাপ। স্মার্টফোনের ইন্টারফেসের সঙ্গে গ্লুকোর ডিভাইস জুড়ে খুব সহজেই তৈরি করতে পারেন আপনার বিভিন্ন সময়ের ব্লাড সুগার লেভেলের লগ। শেয়ার করুন চিকিৎসকের সঙ্গে।

•ফার্স্ট এইড: রেড ক্রশ-এর তৈরি এই অ্যাপ যে কোনও সময়েই আপনার কাজে লাগতে পারে। বিস্তর ভিডিও, ছবি ও তথ্য সহযোগে ফার্স্ট এইডের বেসিক শিক্ষা এবং আপদকালীন চিকিৎসায় মিলবে সাহায্য।

Advertisement

•মেডহেল্পার: রোগীরা তাঁদের প্রেসক্রিপশনের তথ্য লোড করতে পারবেন। কখন কোন ওষুধ খেতে হবে, সজাগ করবে এই অ্যাপ।

•টাচকেয়ার: যে কোনও প্রান্ত থেকে রোগী এবং চিকিৎসককে জুড়তে জুড়ি নেই এই অ্যাপের। একই ক্ষেত্রে ‘ডক্টর অন ডিমান্ড’ বা ‘মেরা ডক্টর’-এও একবার চোখ বুলিয়ে নিতে পারেন।

•নিউট্রিনো: আপনার খাদ্যাভাস এবং দৈনন্দিন শরীরচর্চার উপর ভিত্তি করে উপযুক্ত মিল প্লান বানায় এই অ্যাপ।

•ডেইলিইয়োগা: আপনাকে বিভিন্ন যোগ শেখাবে এই অ্যাপ। ভিডিও দেখে দেখে রপ্ত করতে পারেন হরেকরমের যোগ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন