Phobia

এই অদ্ভুত ফোবিয়াগুলোর কথা শুনেছেন কখনও?

আপনি কি উঁচু সিঁড়ির উপরে দাঁড়িয়ে নীচের দিকে তাকালে ভয় পান? রাস্তা পার হতে গিয়েও বার বার পিছিয়ে আসেন? ফাঁকা বাড়িতে একা থাকতে ভয় পান? এগুলো আসলে একেকটা ফোবিয়া। তবে এই সব ফোবিয়া মোটামুটি অল্পবিস্তর অনেকেরই থাকে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৭ ০৯:১৮
Share:
০১ ১০

আপনি কি উঁচু সিঁড়ির উপরে দাঁড়িয়ে নীচের দিকে তাকালে ভয় পান? রাস্তা পার হতে গিয়েও বার বার পিছিয়ে আসেন? ফাঁকা বাড়িতে একা থাকতে ভয় পান? এগুলো আসলে একেকটা ফোবিয়া। তবে এই সব ফোবিয়া মোটামুটি অল্পবিস্তর অনেকেরই থাকে। এই সব ফোবিয়ার কথা শোনাও যায়। এমন অনেক অদ্ভুত ফোবিয়াও রয়েছে মানুষের যা শুনলে ভাববেন এমনটাও আবার হয় নাকি? জেনে নিন এমনই কিছু ফোবিয়ার কথা যা শুনলে অবাক হয়ে যাবেন।

০২ ১০

হিপোপোটোমনস্টোসেসকিপেডালিওফোব: যিনি এই ফোবিয়ার নাম দিয়েছেন তাঁর কৌতূক বোধের প্রশংসা করতেই হয়। এই ফোবিয়া থাকলে বড় কোনও শব্দ দেখলেই ভয় পায় মানুষ। বড় শব্দ পড়তে হলেই তাদের ভয়ে জ্বর আসে।

Advertisement
০৩ ১০

ডিনোফোবিয়া: সামাজিক অনেক কিছু নিয়েই মানুষের ফোবিয়া রয়েছে। যা এক সঙ্গে বলা হয় সোশিওফোবিয়া। তারই একটি হল ডিনোফোবিয়া। এই ফোবিয়া থাকলে মানুষ ডিনার পার্টিতে আমন্ত্রিত হতে বা অনেকের সঙ্গে টেবলে বসে ডিনার করতে ভয় পান।

০৪ ১০

পেলাডোফোবিয়া: জীবনের কোনও অপ্রীতিকর অভিজ্ঞতার জন্য এমনটা হয়ে থাকে। এই ফোবিয়া যাদের থাকে তারা টাক মানুষ দেখলেই ভয় পান। কখনও সখনও নিজেদের মাথায় টাক পড়ে যাওয়ার ভয়তেও ভোগেন।

০৫ ১০

অ্যানাব্লেফোবিয়া: ভার্টিগো বা হাইট সিকনেসের কথা জানান নিশ্চয়ই? এর উল্টো ফোবিয়াও হয় জানতেন কি? কিছু মানুষ রয়েছেন যারা অ্যানাব্লেফোবিয়ার শিকার। এরা নীচে দাঁড়িয়ে আকাশের দিকে বা উঁচু কিছুর দিকে তাকালেই শিউরে ওঠেন।

০৬ ১০

শেটোফোবিয়া: চুল দেখলেই ভয় পান কিছু মানুষ। সাধারণত চুল থেকে বা লোমশ মানুষ সংক্রান্ত কোনও ভয়ের স্মৃতির কারণেই এমনটা হয়ে থাকে।

০৭ ১০

ক্যালিজিনেফোবিয়া: সুন্দরী মহিলা দেখে আকৃষ্ট হওয়াই স্বাভাবিক। তাই না? শুনলে অবাক হবেন যাদের এই ফোবিয়া রয়েছে তারা সুন্দরী মহিলা দেখলেই ভয় পান।

০৮ ১০

ওমফালোফোবিয়া: নাভি মানুষের শরীরের অন্যতম উত্তেজক অঙ্গ। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা নাভি দেখলেই ভয় পান। নাভিজড়িত কোনও বিশেষ স্মৃতির কারণে হতে পারে।

০৯ ১০

ক্রোমেটোফোবিয়া: এটা খুবই অদ্ভুত এক ফোবিয়া। অর্থের মূল্য সকলেই বোঝে। ধনী হতেও সকলেই চায়। কিন্তু কিছু মানুষ রয়েছেন যারা টাক, পয়সা দেখলেই ভয় পান। এদের কাছে টাকা, পয়সা নাড়াচাড়া করার চাইতে অর্থহীন, গৃহহীন থাকাও শ্রেয়।

১০ ১০

নোমোফোবিয়া: এখন আমরা সম্পূর্ণ ভাবে স্মার্ট ফোনের উপর নির্ভরশীল। তাই ক্রমশই বাড়ছে এই ফোবিয়া। নোমোফোবিয়া হলে মানুষ ফোন ছাড়া জীবন কাটানোর বা ফোন হারানোর ভয়ে ভুগতে থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement