unconventional buildings

এ আবার কী রকম বাড়ি রে বাবা!

কত রকম বাড়িই তো আমরা দেখেছি। ছোট্ট কুটির থেকে রাজার প্রাসাদ। ছিমছাম বাগানবাড়ি থেকে একশো তলা বহুতল। রঙে, ঢঙে কতই না বৈচিত্র! তবু বাড়ি বা বিল্ডিং বলতে কিছু চেনা ছকের মধ্যেই ঘোরাফেরা করে আমাদের ভাবনা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:২৬
Share:

দ্য ক্রুকড হাউজ, সোপোট, পোল্যান্ড।

কত রকম বাড়িই তো আমরা দেখেছি। ছোট্ট কুটির থেকে রাজার প্রাসাদ। ছিমছাম বাগানবাড়ি থেকে একশো তলা বহুতল। রঙে, ঢঙে কতই না বৈচিত্র! তবু বাড়ি বা বিল্ডিং বলতে কিছু চেনা ছকের মধ্যেই ঘোরাফেরা করে আমাদের ভাবনা। কিন্তু বিশ্বের নানা প্রান্তে এমন কিছু বিল্ডিং আছে, যা দেখলে বলে ফেলবেনই আপনি, এ আবার কেমন বাড়ি!! এই ধরুন কারওর বাড়িটা প্যাঁচানো, কোন বিল্ডিং দেখতে ভাঙা কিন্তু আদৌ তা নয়। অদ্ভুত, বিচিত্র সব ডিজাইন। দেখুন, আপনিও বিস্মিত না হয়ে পারবেন না।

Advertisement

আরও পড়ুন- পাহাড় সমান এই লিফ্ট কোথায় আছে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement