নতুন ইউনিট চালু করতে পরিদর্শন

ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর আগে শনিবার কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান সুব্রত গুপ্তের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য মাসখানেক আগে স্বাস্থ্য দফতরের কাছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর করার জন্য প্রস্তাব পাঠানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ২৪ মে ২০১৫ ০২:৪০
Share:

কালনায় স্বাস্থ্য-কর্তারা।—নিজস্ব চিত্র।

ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর আগে শনিবার কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য বিভাগের মাল্টিডিসিপ্লিনারি এক্সপার্ট কমিটির চেয়ারম্যান সুব্রত গুপ্তের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল।

Advertisement

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য মাসখানেক আগে স্বাস্থ্য দফতরের কাছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট চালুর করার জন্য প্রস্তাব পাঠানো হয়। ইউনিট চালু করার প্রয়োজনীয় ছাড়পত্র মিলেছে বলেও জানান হাসপাতাল কর্তৃপক্ষ। ৬ শয্যা বিশিষ্ট ওই ইউনিটটি তৈরি করার জন্য মোট ৫০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। হাসপাতালের তরফে ইউনিটটি পরিচালনার জন্য চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়। সুব্রতবাবু বলেন, ‘‘আশা করছি মাস দু’য়েকের মধ্যে ইউনিটটি চালু করা যাবে।’’

পাশাপাশি হাসপাতালে কী কী রোগের চিকিৎসা সম্ভব, মাসে ক’টি অপারেশন হচ্ছে সে বিষয়েও খোঁজ-খবর নেন সুব্রতবাবুরা। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে বেহাল পড়ে থাকা চিকিৎসক আবাসনটিও ঘুরে দেখেন সুব্রতবাবুরা। পরিদর্শন শেষে সুব্রতবাবু হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসক আবাসন সংস্কারের পাশাপাশি নতুন আবাসন তৈরির পরিকল্পনাও পাঠাতে বলেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষকে রোগী স্থানান্তরিত করার ক্ষেত্রে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন সুব্রতবাবু। হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই জানান, পরিদর্শক দলটির কাছে একটি ডিজিট্যাল এক্স রে মেশিন ও সিটি স্ক্যান যন্ত্রের প্রয়োজনীয়তার কথা জাননো হয়েছে। এ বিষয়ে পরিদর্শক দলটির আশ্বাসও মিলেছে বলে দাবি করেন কৃষ্ণচন্দ্রবাবু।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন