bad smell from AC

বর্ষার দিনে এসি থেকে ঘরে দুর্গন্ধ! যন্ত্রটি কোন তাপমাত্রায় চললে সমস্যার সমাধান হবে?

বর্ষাকালে এসি চললে অনেক সময়ে ঘরের মধ্যে দুর্গন্ধের সমস্যা দেখা দেয়। সমস্যার সমাধানের আগে নেপথ্যে কারণ জেনে নেওয়া উচিত।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৬:১৫
Share:

প্রতীকী চিত্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

বর্ষার দিনেও অনেকের বাড়িতে নিয়মিত এয়ার কন্ডিশনার (এসি) চলে। কিন্তু এসি যদি ঠিকমতো পরিষ্কার করা না হয়, তা হলে একাধিক সমস্যা হতে পারে। তার মধ্যে অন্যতম হল ঘরের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে পড়া। ঘরে সুগন্ধি ছড়িয়ে সাময়িক সমস্যা মিটলেও, দীর্ঘস্থায়ী সমাধানের আগে নেপথ্য কারণ জানতে হবে।

Advertisement

তাপমাত্রা এবং এসি

বর্ষাকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। তাই এসি চালালে ঘরের মধ্যে ছত্রাক বা জীবাণুর সংক্রমণের আশঙ্কা বৃদ্ধি পায়। জোলো পরিবেশে এসির ফিল্টার অপরিষ্কার থাকলে ঘর ঠান্ডা হতেও বেশি সময় লাগে। কখনও কখনও তার ফলে দেওয়াল দিয়ে জল পড়া শুরু হয়। সময়ের সঙ্গে এসির পিছনে এবং এসির চারপাশে ছত্রাক জন্ম নেয়। তার ফলে বদ্ধ ঘরে দুর্গন্ধ তৈরি হয়। অনেক সময়, এই ছত্রাক থেকে দেহে কোনও সংক্রমণের আশঙ্কাও তৈরি হয়।

Advertisement

বর্ষাকালে এসি

বছরের এই সময়ে ধরের মধ্যে স্যাতঁসেঁতে পরিবেশ দূর করতে এসি ‘ড্রাই মোড’-এ চালানো উচিত। আউটডোর ইউনিটের চারপাশ যেন খোলা থাকে, তা খেয়াল রাখা উচিত। প্রতি দু’সপ্তাহে এক বার করে এয়ার ফিল্টার পরিষ্কার করা উচিত। গরমকালের থেকে বর্ষাকালে অস্বস্তি কম। তাই চেষ্টা করা উচিত যেন এসি ২৪ থেকে ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যবহার করা হয়। তার সঙ্গে ঘরের পাখা চালিয়ে রাখলে, এসির উপরেও চাপ কম পড়বে। দিনে অন্তত এক বার জানলা বা দরজা খুলে ঘরে আলো-বাতাস প্রবেশ করতে দেওয়া উচিত। তার ফলেও অনেক সময়ে দুর্গন্ধের সমস্যা কমে যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement