tattoo

Tattoo Culture: কলকাতার ট্যাটু-কাহন, নতুন প্রজন্মের মন মজেছে শরীর সাজানোর শিল্পে

খোলা পিঠ, পা, হাতের ত্বকে লাল-নীল-কালো-সবুজের টান বা গোড়ালির কাছে আছে ছোট্ট হাতি, কিংবা কব্জিতে পছন্দের কোনও লাইন।

কলকাতার ট্যাটু শিল্প।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২১ ১৪:১৫
Share:
Advertisement

কলকাতার ট্যাটু কালচার খুব একটা পুরনো নয়। বিংশ শতকের শুরুর দিকে বহু হাটে-বাজারে হাতে গোনা কিছু শিল্পীকে বসে থাকতে দেখা যেত, যাঁরা মাত্র কয়েক টাকার বিনিময়ে উল্কি এঁকে দিতেন।

নতুন প্রজন্মের ট্যাটু নিয়ে একটা আলাদা আকর্ষণ রয়েছে। বাদ যান না খ্যাতনামীরাও। খোলা পিঠ, পা, হাতের ত্বকে লাল-নীল-কালো-সবুজের টান বা গোড়ালির কাছে আছে ছোট্ট হাতি, কিংবা কব্জিতে পছন্দের কোনও লাইন। প্রিয় নামের আদ্যক্ষর, মন মজানো উক্তি কিংবা আধ্যাত্মিক ছবি। দেশ-বিদেশের খেলোয়াড় থেকে শুরু করে আমজনতা, শরীরের নানা কোণে সাজগোজের অঙ্গ হিসেবে ট্যাটু খোদাইয়ে পিছিয়ে নেই কেউই। নিজেকে বাকিদের থেকে আলাদা করে নিতে শরীরের খাঁজে খাঁজে ফুটে উঠছে সাদা কালো, রং-বেরঙের নকশা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement