টাকা বাড়ানোর ৮টি আদর্শ উপায়

নতুন বছরের শুরুতেই দেদার খরচ হয়ে গিয়েছে। সঠিক ভাবে প্ল্যানিং করে এগোলে বছরের শেষে ভরে উঠবেই আপনার ব্যাঙ্ক-ব্যালান্স। কিন্তু, বিনিয়োগ করবেন কোন খাতে আর এড়িয়ে চলবেন কোন দিক, তা ঠিক করতেই কপালে ভাঁজ পড়ে অনেকের। নুতন হোক বা পুরনো বিনিয়োগকারী— বেশ কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আগামী দিনে এর সুবিধা মিলবেই। এ বার সেই নিয়মগুলির দিকে নজর দেওয়া যাক।

Advertisement
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৬ ১৫:২৩
Share:

নতুন বছরের শুরুতেই দেদার খরচ হয়ে গিয়েছে। পার্টি, গিফ্‌ট বা উইকএন্ডে ইতিউতি ঘোরায় পর পকেট এখন গড়ের মাঠ। তবে জমিয়ে খরচের সঙ্গে সঙ্গে এ বার মন দিন একটু হিসেবি হওয়ার দিকেও। সঠিক ভাবে প্ল্যানিং করে এগোলে বছরের শেষে ভরে উঠবেই আপনার ব্যাঙ্ক-ব্যালান্স। কিন্তু, বিনিয়োগ করবেন কোন খাতে আর এড়িয়ে চলবেন কোন দিক, তা ঠিক করতেই কপালে ভাঁজ পড়ে অনেকের। নুতন হোক বা পুরনো বিনিয়োগকারী— বেশ কয়েকটি সহজ নিয়ম মেনে চললে আগামী দিনে এর সুবিধা মিলবেই। এ বার সেই নিয়মগুলির দিকে নজর দেওয়া যাক।

Advertisement

১। বিভিন্ন খাতে বিনিয়োগ করুন বা ডাইভার্স পোর্টফোলিও রাখুন

Advertisement

কখনই কোনও একটি খাতে ১০ শতাংশের বেশি বিনিয়োগ করবেন না। নিজের পোর্টফোলিও ডাইভার্সিফাই করুন। ঝুঁকি কমাতে শেয়ার, মিউচুয়াল ফান্ড, ডেট ফান্ড, এসআইপি বা ফিক্সড ডিপোজিটে-সহ বিভিন্ন খাতে বিনিযোগ করুন।

২। না বুঝে বিনিয়োগ করবেন না

বিনিয়োগের আগে টার্মস অ্যান্ড কন্ডিশন ভাল করে বুঝে নিন। অনেকেই না বুঝে একসঙ্গে অনেক টাকা বিনিয়োগ করে বসেন। পাশাপাশি, ইনভেস্টমেন্ট পেপার খুঁটিয়েও পড়েন না। মন দিয়ে তা পড়ে তবে বিনিয়োগ করা উচিত।

৩। লং টার্ম ইনভেস্টমেন্ট করুন

স্বল্প সময়ের জন্য নয়, বিনিয়োগ করুন দীর্ঘকালীন মেয়াদে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার বিনিয়োগে সুদ বাড়বেই। এতে আখেরে লাভবান হবেন আপনিই। শেয়ার বাজার থেকে চটজলদি মুনাফার লোভে না পড়ে দীর্ঘকালীন মেয়াদে গেলে তার ফল পাবেনই।

৪। নিয়মিত বিনিয়োগ করুন ও তা নজর রাখুন

মাঝেমধ্যে নয়, নিয়মিত ভাবে বিনিয়োগ করুন। এতে বাজারে ওঠাপড়ার আঁচ থেকে বাঁচতে পারবেন। শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ হলে তার ফল মিলবেই। পাশাপাশি, নিজের পোর্টফোলিও নজরে রাখুন। বাজারের ওঠাপড়ার সঙ্গে সঙ্গে বিনিয়োগের ক্ষেত্র বদলান।

৫। বাজারের খবরাখবর রাখুন

নিজেকে সব সময় আপ়়ডেটে়ড রাখুন। খবরের কাগজ, বা ইন্টারনেটের মাধ্যমে ইনভেস্টমেন্টের খুঁটিনাটি খবর পড়ুন। এতে বিনিয়োগের নানা দিক সম্পর্কে ওয়াকিবহাল হবেন। ফলে এ সংক্রান্ত কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক জেনেশুনে এগোতে পারবেন।

৬। কেবলমাত্র কর বাঁচাতে বিনিয়োগ করবেন না

অনেকেই কেবলমাত্র কর বাঁচাতে বিনিয়োগ করেন। এর ফলে তাঁরা অন্যান্য খাতে বিনিয়োগের সুযোগ হারান। সম্ভাব্য সব দিক দেখে বিনিয়োগ করুন বিভিন্ন ক্ষেত্রে। মনে রাখবেন, কর বাঁচানো ছাড়াও আপনার পোর্টফোলিও শক্তিশালী করাটাও জরুরি।

৭। মুনাফার অংশ বিনিয়োগ করুন

এ যেন মাছের তেলে মাছ ভাজা। নিজের গাঁটের কড়ি খরচ না করে পূর্ব-বিনিয়োগের মুনাফার অংশ ফের কাজে লাগান। নিজের রিটায়ারমেন্টের টাকা বা জমানো অর্থ কখনই বাজারে খাটাবেন না।

৮। প্রয়োজনে পেশাদারের সাহায্য নিন

নিজে না বুঝলে বিনিয়োগ করবেন না। প্রয়োজনে পেশাদারের সাহায্য নিলে তার সুবিধা পাবেনই। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে পরামর্শদাতাদের ভূমিকা তুলনাহীন। এ রকম অনেক সংস্থা রয়েছে যারা আপনাকে সঠিক পরামর্শ দেবে। সামান্য পারিশ্রমিকের বিনিময়ে এদের সাহায্য নিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement