The elephant whisperers

অস্কারের খবর ছড়াতেই মুদুমালাইয়ে পর্যটকের ভিড়, এ দিকে তথ্যচিত্রটি দেখানোই হয়নি নায়ককে

নীলগিরির মুদুমালাই টাইগার রিজ়ার্ভের থেপ্পাকাডু ক্যাম্পের পশুচিকিৎসা কেন্দ্রে হাতিদের দেখাশোনা করেই দিন কাটে কে বোম্মান ও তাঁর স্ত্রী বেলির। তাঁদের ছবির অস্কার জয়ের পর কতটা বদল এল তাঁদের জীবনে?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুড্ডালোর, তামিলনাড়ু শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৩ ১১:০৪
Share:

ছবির খাতিরে এই প্রথম বোম্মান ও বেলি একসঙ্গে কোনও হস্তিশাবকের যত্নআত্তির দায়িত্বে ছিলেন। ছবি: সংগৃহীত।

অস্কারজয়ী স্বল্প দৈর্ঘের তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’- নিয়ে চারদিকে যখন এত হইচই, তখন তামিলনাড়ুর ধরমপুরিতে অনাথ হস্তিশাবকের যত্নআত্তিতে ব্যস্ত গল্পের নায়ক কে বোম্মান। হস্তিশাবকের মা সম্প্রতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। তাই তার সব দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন কে বোম্মান ও তাঁর স্ত্রী বেলি। নীলগিরির মুদুমালাই টাইগার রিজ়ার্ভের থেপ্পাকাডু ক্যাম্পের পশুচিকিৎসা কেন্দ্রে হাতিদের দেখাশোনা করেই দিন কাটে দম্পতির।

Advertisement

তাঁদের জীবন দিয়ে তৈরি হওয়া ছবির কিছু ঝলক দেখেছেন মাত্র, তবে এখনও গোটা ছবি দেখা বাকি। ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার জয়ের পর রাতারাতি তাঁরা উঠে এসেছেন খবরের শিরোনামে। তবে কি বদলে গেল তাঁদের জীবন? ২৮ বছর ধরে মাহুত হিসাবে বোম্মান বলেন, ‘‘ছবিটি অস্কার পেয়েছে খুব ভাল কথা, কিন্তু তাতে আমার জীবনে খুব বেশি হেরফের হয়নি। আমার জীবন বন্য হাতিদের ঘিরেই, আর তা নিয়েই আমি খুশি আছি।’’ বেলি বলেন, ‘‘ছবি নির্মাতাদের প্রচেষ্টা স্বীকৃতি পেয়েছে জেনে আমি খুব খুশি হয়েছি।’’

ছবির খাতিরে এই প্রথম বোম্মান ও বেলি একসঙ্গে কোনও হস্তিশাবকের যত্নআত্তির দায়িত্বে ছিলেন। বোম্মান বলেন, ‘‘রঘু আর বমিকে আমরা একেবারে নিজেদের সন্তানের মতোই লালন-পালন করেছি। রাতের পর রাত জেগে থেকেছি রঘুর জন্য। এক বছর আগে রঘু আর বমিকে যখন অন্য মাহুতের দায়িত্বে পাঠানো হল, তখন আমাদের খুব কষ্ট হচ্ছিল। এখন আমার দায়িত্বে অন্য একটি হস্তিশাবক এসেছে, এখন সে-ই আমার সন্তান।’’

Advertisement

মুদুমালাই টাইগার রিজ়ার্ভের থেপ্পাকাডু ক্যাম্প এখন পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। রঘু ও বমির এক ঝলক দেখার জন্য থেপ্পাকাডু ক্যাম্পে ভিড় জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকরা। বোম্মান ও বেলির জীবনে খুব বেশি বদল না এলেও মুদুমালাই টাইগার রিজ়ার্ভের জনপ্রিয়তা কিন্তু বাড়িয়ে তুলেছে ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার জয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন