Lifestyle News

সমকামিতা দেখা যায় এই প্রাণীগুলোর মধ্যেও

সমলিঙ্গে যৌন চাহিদা শুধু মানুষের মধ্যে নয়, দেখা যায় বহু পশুর মধ্যেও। গ্যালারিতে রইল এমনই বেশ কিছু প্রাণীর হদিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৭ ১২:৪৩
Share:
০১ ১০

বাইসনের মধ্যে দেখা যায় হোমোসেক্সুয়ালিটি।

০২ ১০

পাখিদের মধ্যেও বেশ পরিচিত সমকামিতা। মার্লড ডাকদের মধ্যে দেখা যায় সমলিঙ্গে আকর্ষণ।

Advertisement
০৩ ১০

চিনস্ট্র্যাপ পেঙ্গুইনদের মধ্যেও সমকামিতা দেখা যায়।

০৪ ১০

সমলিঙ্গে আকর্ষণ করে কুকুর ও বিড়ালরাও।

০৫ ১০

পান্ডা, বাদামী ইঁদুর, বাদামী ভল্লুকদের মধ্যেও দেখা যায় এই অভ্যাস।

০৬ ১০

সমকামে অভ্যস্ত জিরাফ, ছাগল, ঘোড়ারাও।

০৭ ১০

হাতিদের মধ্যেও সমকামিতা লক্ষ করা যায়।

০৮ ১০

এই তালিকায় রয়েছে শেয়াল, সিংহ, হনুমানও।

০৯ ১০

পাখিদের মধ্যে রয়েছে আরও অনেক প্রজাতি, যাদের মধ্যে সমকাম দেখা যায়। যেমন: এমু, মুরগী, অস্ট্রিচ, শকুন ইত্যাদি।

১০ ১০

মৎস জগতও বাদ যায় না। যেমন: স্যমন, গ্রেলিং, অ্যামাজন মলি, গুইয়ানা লিফফিশ, জুয়েল ফিশ ইত্যাদি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement