Spy App Detection

ফোনে কেউ নজরদারি করছে না তো? গোপনে ‘স্পাই অ্যাপ’ ইনস্টল হয়েছে কি না ধরবেন কী ভাবে?

অনেক সময়ে অজানা কোনও লিঙ্ক খুললে বা কিউআর কোড স্ক্যান করার সময়েও এই ধরনের স্পাই অ্যাপ ফোনে ইনস্টল হয়ে যেতে পারে এবং তা আপনার অজান্তেই।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৮:২৬
Share:

গোপনে স্পাই অ্যাপ ইনস্টল হয়নি তো, বোঝার উপায় কী? ছবি: এআই।

আপনার ফোনে গোপনে নজরদারি চলছে না তো? ডিজিটাল মাধ্যমে সাইবার প্রতারণা এতটাই বেড়ে গিয়েছে যে, ম্যালঅয়্যার নিয়ে বারে বারেই সতর্ক করছে জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ। গুগ্‌ল প্লে স্টোর থেকে নানা রকম অ্যাপ ইনস্টল করা হয়। তার মধ্যেই এমন কিছু অ্যাপ থাকে, যাতে ম্যালঅয়্যার ইনস্টল করে রাখে প্রতারকেরা। অজান্তেই সেই সব অ্যাপের মাধ্যমে ভুয়ো সফট্‌অয়্যার ফোনে ইনস্টল হয়ে যেতে পারে। আর এক বার তা হলে, সমস্ত ব্যক্তিগত তথ্য নিমেষে চলে যেতে পারে হ্যাকারদের কব্জায়।

Advertisement

অনেক সময়ে অজানা কোনও লিঙ্ক খুললে বা কিউআর কোড স্ক্যান করার সময়েও এই ধরনের স্পাই অ্যাপ ফোনে ইনস্টল হয়ে যেতে পারে এবং তা আপনার অজান্তেই। দীর্ঘ সময় ধরে এই অ্যাপগুলি ফোনে থাকলে, তার থেকে বিপদ ঘটতে পারে যখন তখন।

গোপনে স্পাই অ্যাপ ইনস্টল হয়নি তো? বোঝার উপায় কী কী?

Advertisement

১) ফোনের ব্যাটারি যদি খুব দ্রুত খরচ হয়ে যেতে থাকে, তা হলে সাবধান হতে হবে। স্পাই অ্যাপ গোপনে ডেটা সংগ্রহ করতে থাকলে এমন হতে পারে।

২) ফোন ব্যবহার না করা সত্ত্বেও যদি অতিরিক্ত গরম হয়ে যায়, তা হলে সাবধান হওয়া উচিত। এর অর্থ হল, ব্যাকগ্রাউন্ডে কোনও প্রোগ্রাম চলছে।

৩) আপনার ইন্টারনেট ডেটা ব্যবহার যদি অপ্রত্যাশিত ভাবে বেড়ে যায়, তবে তা স্পাই অ্যাপের কারণে হতে পারে। এই অ্যাপগুলি আপনার তথ্য হ্যাকারদের কাছে পাঠাতে ডেটা ব্যবহার করে।

৪) ফোন কলের সময় যদি কোনো ক্লিক শব্দ, প্রতিধ্বনি বা অস্বাভাবিক আওয়াজ শোনেন, তবে তা আপনার কল রেকর্ড বা ট্যাপ হওয়ার লক্ষণ হতে পারে।

৫) আপনি ইনস্টল করেননি, এমন কোনও অ্যাপ যদি আপনার ফোনে দেখতে পান, অথবা ব্রাউজ় করার সময় বার বার অপ্রয়োজনীয় বিজ্ঞাপন দেখালে বুঝতে হবে, আপনার ফোনে ক্ষতিকর সফট্‌অয়্যার প্রবেশ করেছে।

৬) ফোন যদি বার বার নিজে থেকেই বন্ধ হয়ে যায় বা ফোনের সিস্টেম ধীর গতিতে চলে, তা হলে সাবধান হতে হবে।

স্পাই অ্যাপ কী ভাবে ধরবেন?

ফোনের সেটিংসে গিয়ে অ্যাপ ও সেখান থেকে অ্যাপ্লিকেশন ম্যানেজারে গিয়ে অ্যাপের তালিকা পরীক্ষা করুন। অদ্ভুত নামের কোনও অ্যাপ দেখলেই ডিলিট বা আনইনস্টল করুন।

সেটিংসয়ে গিয়ে প্রাইভেসি ও সেখান থেকে প্রাইভেসি ম্যানেজারে গিয়ে দেখুন, কোন কোন অ্যাপ মাইক্রোফোন, ক্যামেরা, লোকেশন বা অন্য ডেটা ব্যবহারের অনুমতি পেয়েছে। সেই অ্যাপগুলি ফোন থেকে সরাতে হবে।

গুগ্‌ল প্লে স্টোরে এ গিয়ে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন এবং ‘প্লে প্রোটেক্ট’ অপশনে ক্লিক করুন। এতে ফোনে কোনও স্পাই অ্যাপ আছে কি না, তা দেখাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement