Lockdown

লকডাউনে ঘরবন্দি? নতুন কোনও শখ মিটিয়ে নেওয়ার এটাই সেরা সময়

যতই খারাপ লাগুক, এখন বাড়িতে থাকা ছাড়া কোনও উপায় নেই। কী করে সময় কাটাবেন? বহু দিন ধরে যে শখটা মনের কোণে লুকিয়ে রেখেছিলেন, এখন মিটিয়ে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মে ২০২১ ২০:৪২
Share:

প্রতীকী ছবি। ছবি: সংগৃহিত

বাড়িতে বন্দি হয়ে থাকতে কারুর ভাল লাগে না। তবে একঘেয়েমি কাটাতে প্রিয় কোনও শখ বেছে নিন। নতুন কিছুতে ব্যস্ত থাকুন। নয়ত অতিমারি, অর্থনীতি, চাকরি, পরিবারের সুরক্ষা— নানা বিষয়ে দুশ্চিন্তা চেপে বসবে। যে শখগুলো বহু দিন ধরে সরিয়ে রেখেছিলেন, সময়ের অভাবে মেটাতে পারেননি, এখনই সেগুলো মিটিয়ে নেওয়ার সেরা সময়। আর যদি বুঝতে না পারেন, কী ভাবে সময় কাটাবেন, রইল কিছু উপায়।

Advertisement

রান্নাঘরে বাগান

তুলসি, পুদিনা, ধনে পাতা, লেমনগ্রাস, অরিগ্যানো, বেসিল— নানা রকম গাছ লাগাতে পারেন রান্নাঘরের জানলাতেই (বা বারান্দায়)। একবার শুরু করলে নেশা মতো হয়ে যাবে। গাছের পরিচর্যা করলে মনও ভাল থাকে। স্বাস্থ্যকর খাবার উপরি পাওনা।

Advertisement

নতুন ভাষা

নতুন কোনও ভাষা শেখার এটাই সেরা সময়। হয়তো বহুদিন থেকে আপনা ফরাসি বা স্প্যানিশ শিখতে চান। সময় হয়ে ওঠে না। এখনই শুরু করুন। এমন প্রচুর অ্যাপ রয়েছে, যেখানে আপনি সহজেই শিখতে পারবেন। বেশ কিছু অ্যাপ পেয়ে যাবেন বিনামূল্যেই।

নতুন রান্না

মেক্সিকান খাবার রান্না করতে চান? কিংবা জাপানি? রান্নাঘরে পরীক্ষা-নিরীক্ষা করার এটাই সেরা সময়। হাতে বিপুল সময়। তাই একটু ভুল ভ্রান্তি হয়ে গেলেও ক্ষতি নেই। গত বছর সকলে মেতেছিলেন ডালগোনা কফি আর জিলিপি বানানোয়। এ বছর আপনি শুরু করুন নতুন কিছু।

পডকাস্ট

বই পড়ার অভ্যাস না থাকলে পডকাস্ট শুনতে পারেন। নানা বিষয়ে জ্ঞানী-গুণী মানুষের পডকাস্ট শুনতে পারেন। আবার কোনও গল্পও শুনতে পারেন। বাড়ি কাজ করতে করতে এগুলি শুনলে সময় কেটে যাবে অনেক তাড়াতাড়ি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন