Berlin

পুরুষদের মতো নগ্ন হয়েই সাঁতার কাটবেন মহিলারা, সমান অধিকারের এমন নিয়ম আনছে কোন দেশ?

ছেলেরা যদি পোশাক খুলে সাঁতার কাটতে পারেন, মেয়েরা পারবেন না কেন?

Advertisement

সংবাদ সংস্থা

বার্লিন শেষ আপডেট: ১১ মার্চ ২০২৩ ১১:২২
Share:

পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন মেয়েরা। ছবি- সংগৃহীত

সমান অধিকারের কথা শুধু যে মুখে বললেই হয় না, সে কথা প্রমাণ করল বার্লিন সরকার। খুব শীঘ্রই সেই শহরের মেয়েরা, পুরুষদের মতোই সাধারণ সুইমিং পুলে নগ্ন হয়ে সাঁতার কাটতে পারবেন। এক মহিলার করা অভিযোগের ভিত্তিতেই এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তারা।

Advertisement

অধিকার পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি বার্লিন শহরের মহিলারা। ছবি- সংগৃহীত

বেশ কিছু দিন আগে এক তরুণী নিপোশাকে শহরেরই কোনও একটি সুইমিং পুলে সাঁতার কাটতে চেয়েছিলেন। এমন আবদার রাখা তো দূর, তাঁকে জলেই নামতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনার পর চুপ করে থাকেননি তিনি। নারী-পুরুষের সমান অধিকার চেয়ে সোজা সেনেট পর্যন্ত পৌঁছে গিয়েছেন। সব দিক খতিয়ে দেখে সেখানকার স্থানীয় প্রশাসন এই বিষয়ে হস্তক্ষেপ করে। আইনি জটিলতা পেরিয়ে সাম্য রক্ষার অধিকার নিয়ে লড়াই করা সহজ ছিল না। এই অধিকার পাওয়ার পর স্বাভাবিক ভাবেই খুশি শহরের মহিলারা। তাঁদের পাশাপাশি পুরুষরাও বার্লিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন