Sclupture Making By AI

নিজের মর্মরমূর্তির শখ? এমন ভাস্কর্য তৈরি করুন এক মিনিটেই, শিখে নিন পদ্ধতি

মার্বেলের ঝাঁ-চকচকে নিখুঁত মূর্তিটি যদি ‌আপনারই হয়! ভাবছেন, সে তো অনেক খরচসাপেক্ষ, সময়সাপেক্ষ ব্যাপার? নিমেষেই এই কাজ হতে পারে। জেনে নিন পন্থা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৬:০৩
Share:

হৃত্বিক রোশনের মতো এমনই মূর্তি বানাতে পারেন, নিজের মুখাবয়ব ব্যবহার করে। ছবি: এআই সহায়তায় প্রণীত।

অমিভাত বচ্চন, শাহরুখ খান থেকে ঐশ্বর্য রাই, দীপিকা পাড়ুকোন, হৃত্বিক রোশন— বলিউডের বহু তারকারই মোমের মূর্তি রয়েছে লন্ডনের মাদাম তুসোঁর মিউজ়িয়ামে। মোমের পূর্ণাবয়ব মূর্তিগুলি এতটাই নিখুঁত যে, এক ঝলকে মনে হতেই পারে আসল মানুষটি দাঁড়িয়ে রয়েছেন। শুধু লন্ডন নয়, বিশ্বের বহু জায়গাতেই রয়েছে এমন মিউজ়িয়াম, যেখানে শোভা পায় খ্যাতনামীদের মোমের মূর্তি।

Advertisement

শুধু মাদাম তুসোঁ নয়, কলকাতার ওয়্যাক্স মিউজ়িয়ামেও রয়েছে সঙ্গীতশিল্পী থেকে চলচ্চিত্রশিল্পী, পরিচালকদের মূর্তিও। তারকাদের এমন ভাস্কর্য, মূর্তি থাকাটা কোনও নতুন ব্যপার নয়। কিন্তু সেই জায়গায় যদি নিজের মুখের ভাস্কর্য থাকে, তবে কেমন হয়?

অমিতাভ বচ্চনের এমন মূর্তি তৈরি করেছে এআই। এআই সহায়তায় প্রণীত।

মজা নয়, সত্যি। মার্বেলের ঝাঁ-চকচকে নিখুঁত মূর্তিটি যদি ‌আপনারই হয়! ভাবছেন, সে তো অনেক খরচসাপেক্ষ, সময়সাপেক্ষ ব্যাপার। তা হলে জানা দরকার, মোটেই তেমন নয়। বরং ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বা দেশের নানা প্রান্তে মিউজ়িয়ামে বেড়াতে গিয়ে বিভিন্ন ব্যক্তির যে পাথরের মূর্তি দেখেছেন, তেমনটি হতে পারে আপনারও, তা-ও মাত্র এক মিনিটে। সেই মূর্তি কেউ মিউজ়িয়ামে সাজাতে পারেন, রাখতে পারেন ঘরেও, বসাতে পারেন রাস্তার মোড়ে, তবে সবটাই ভার্চুয়ালি।

Advertisement

এমন জটিল এবং কঠিন কাজটি এআই টুল দিয়ে করা সম্ভব মাত্র ১ মিনিটে। তবে আসল কারিকুরি লুকিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কতটা বুদ্ধির সঙ্গে নির্দেশ দিচ্ছেন তার উপরে।

প্রিয়াঙ্কা চোপড়া। এআইকে কী ভাবে নির্দেশ দিলে এমন ছবি বানিয়ে দেবে? এআই সহায়তায় প্রণীত।

অমিতাভ, হৃত্বিকের মতো এমন সাদা মার্বেলের মূর্তি বানাতে চাইলে, গুগল জেমিনাই সেই কাজটি করে দিতে পারে। জেমিনাইতে গেলেই বক্স চিহ্ন আসবে, তার বাঁ দিকে রয়েছে একটি যোগ চিহ্ন। তাতে ক্লিক করলেই জেমস ক্লিপের মতো চিহ্ন আসবে যেখানে লেখা থাকবে ‘আপলোড ফাইল’। ওই চিহ্নে ক্লিক করে মোবাইল বা ল্যাপটপ থেকে নিজের স্পষ্ট এবং ভাল ছবি বেছে নিন। ছবি আপলোড করার পরে ওই বক্সে ইংরেজি হরফে লিখতে হবে ‘‘ক্রিয়েট এ হাফ বাস্ট ফোটো রিয়্যালিস্টিক থ্রি ডি হোয়াইট মার্বেল স্কাল্পচার অফ দ্য সাবজেক্ট, স্মুথ অ্যান্ড রিফ্লেক্টিভ, হাইলাইংটিং এলিগ্যান্ট ডিজ়াইন, ফাইন ক্র্যাফটম্যানশিপ অ্যান্ড ড্রামাটিক লাইটিং।’’

ছবিটি যদি পূর্ণাবয়ব হয়, তা হলে বুক পর্যন্ত তৈরি করবে এআই। হাফ বাস্ট শব্দটি বাদ দিলে যে ভাবে ছবি দেওয়া হয়েছে সেই ভাবে করতে পারে। চোখে চশমা, গায়ে কোট থাকলে অনেক সময় মার্বেলের মূর্তির উপরে সেগুলি বসিয়ে দিতে পারে জেমিনাই। ছবিতে এমন কিছু থাকলে, নীচের বাক্সে নির্দেশ দিন ‘রিমুভ কোট’ অথবা ‘রিমুভ স্পেক্ট্যাকল্‌স অথবা রিমুভ গগল্‌স’। যদি চান, সেই মূর্তিটি মিউজ়িয়ামে থাকুক লিখে দিতে পারেন ‘প্লেস দিস ইন মিউজ়িয়াম গ্যালারি’।

বিষয়টি যে একেবারেই আনকোরা, তা নয়। এমন অনেক অ্যাপই রয়েছে। তবে এআই টুল দিয়ে খুব এত কম সময়ে নিজের বা প্রিয়জনের এমন মূর্তির প্রতিরূপ বানিয়ে নেওয়া বেশ চমকপ্রদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement