Heart Attack

প্রাতর্ভ্রমণে গিয়ে হার্ট অ্যাটাকে আক্রান্ত, হাতের স্মার্টওয়াচটাই বাঁচাল তরুণের প্রাণ

হকি ওয়েল্‌স সংস্থার সিইও পল ওয়াফাম মর্নিং ওয়াক করার সময় বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন। হাতে স্মার্টওয়াচ থাকার কারণেই প্রাণ বেঁচেছে তাঁর। কী ভাবে প্রাণরক্ষা হল তাঁর?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৩ ১৬:০৪
Share:

স্মার্টওয়াচের কারণেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়েও প্রাণ বাঁচল তরুণের। ছবি: সংগৃহীত।

স্মার্টওয়াচের কারণেই বাঁচল প্রাণ! ৪২ বছর বয়সি লন্ডনের এক তরুণ জানিয়েছেন কী ভাবে স্মার্টওয়াচের কারণে তিনি হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেলেন। হকি ওয়েল্‌স নামক সংস্থার সিইও পল ওয়াফাম মর্নিং ওয়াক করার সময় বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন। হাতে স্মার্টওয়াচ থাকার কারণেই প্রাণ বেঁচেছে তাঁর। সংবাদমাধ্যমকে পল বলেন, ‘‘প্রতি দিনের মতো সকাল ৭টার সময় আমি বাড়ির কাছেই একটি জায়গায় মর্নিং ওয়াক করতে যাই। মিনিট পাঁচেক দৌড়নোর পরেই আমার বুকে যন্ত্রণা শুরু হয়।’’

Advertisement

সংবাদমাধ্যমকে পল জানিয়েছেন কী ভাবে স্মার্টওয়াচের কারণে তাঁর প্রাণরক্ষা হয়েছে। পল বলেন, ‘‘ বুকে তীব্র যন্ত্রণার কারণে আমি মাটিতে লুটিয়ে পরেছিলাম। যন্ত্রণা সহ্যের বাইরে চলে গিয়েছিল। কোনও রকমে স্মার্টওয়াচের সাহায্যে স্ত্রী লরাকে ফোন করতে সক্ষম হই। আমার বাড়ি থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বেই ছিলাম বলে লরা সময়মতো এসে আমায় হাসপাতালে নিয়ে যেতে পেরেছে।’’

হাসপাতালে পরীক্ষার পরে জানা যায়, ধমনীতে ব্লকেজের কারণেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন পল। চিকিৎকদের তৎপরতায় সুস্থ হয়ে ওঠেন তিনি। ছ’দিন পরে পলকে ছাড়া হয়। পল বলেন, ‘‘আমার হার্ট অ্যাটাকের খবর শুনে সকলেই বিস্মিত হন। আমি আমার ওজন সব সময় নিয়ন্ত্রণে রাখি, নিজেকে ফিট রাখতে সব রকম চেষ্টা করি। আমার হার্ট অ্যাটাক হওয়ার ঘটনা তাই অবাক করেছে সকলকেই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন