Lifestyle News

বেকারত্ব বাড়িয়ে দিতে পারে হার্ট অ্যাটাকের ঝুঁকি, বলছে গবেষণা

বহু দিন ধরে বেকার, আর্থিক অনিশ্চয়তা ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর ২০১৭ এবং অ্যাকিউট হার্ট ফেলিওর চতুর্থ ওয়ার্ল্ড কংগ্রেসে উঠে এল এমনই ভয়াবহ তথ্য।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০১৭ ১১:২৩
Share:

বহু দিন ধরে বেকার, আর্থিক অনিশ্চয়তা ডেকে আনতে পারে হার্ট অ্যাটাক। হার্ট ফেলিওর ২০১৭ এবং অ্যাকিউট হার্ট ফেলিওর চতুর্থ ওয়ার্ল্ড কংগ্রেসে উঠে এল এমনই ভয়াবহ তথ্য।

Advertisement

মোট ২০ হাজার হার্ট অ্যাটাকের ঘটনা খতিয়ে দেখে গবেষকরা জানাচ্ছেন, বেকারত্ব ও আর্থিক অনিশ্চয়তা হার্ট অ্যাটাকের ঝুঁকি ১২ শতাংশ এবং হার্ট অ্যাটাকে মৃত্যুর আশঙ্কা ৫০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। ডেনমার্কের কোপেনহাগেন বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিত্সক রামসাস রোয়ার্থ বলেন, ‘‘চাকরি ও আর্থিক নিরাপত্তা আমাদের কর্মক্ষমতা ও ভাল থাকা বাড়িয়ে দেয়। কাজ না থাকা, আর্থিক অনিশ্চয়তা আবসাদ‌ের ঝুঁকি যেমন বাড়িয়ে দেয়, তেমনই নানা রকম মানসিক সমস্যা থেকে আত্মহত্যা প্রবণতাও ডেকে আনতে পারে।’’

এই গবেষণার জন্য ১৯৯৭ থেকে ২০১২ পর্যন্ত ১৮-৬০ বছর বয়সী ২১ হাজার ৪৪৫ জন হার্ট অ্যাটাকের রোগীকে নিয়ে পরীক্ষা করেন গবেষকেরা। দেখা গিয়েছে, এর মধ্যে ১১ হাজার ৮৮০ জন অর্থাত্ ৫৫ শতাংশ রোগীই ছিলেন কর্মহীন এবং আর্থিক অনিশ্চয়তার শিকার। গড়ে ১০০৫ দিনের একটি ফলো আপের পর দেখা যায় এঁদের মধ্যে ১৬ শতাংশ চাকুরিজীবী এবং ৩১ শতাংশ চাকরিহীন রোগী মারা যান। বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও কর্মহীন রোগীদের ৪২ শতাংশ দ্বিতীয় বার হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হন।

Advertisement

আরও পড়ুন: গরমে কনজাঙ্কটিভাইটিস থেকে সাবধান থাকুন

এই মৃত্যু ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার হার ডায়াবেটিস ও স্ট্রোকের থেকে বেশি বলে জানাচ্ছেন গবেষকরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement