পড়ে থাকা সফট ড্রিঙ্ক ফেলে দেবেন না, কাজ লাগান এ ভাবে

পার্টির মরসুমে অনেক সময়ই সফট ড্রিঙ্ক পুরো শেষ হয় না। লেফট ওভার খাবারের মতোই পড়ে থাকে ড্রিঙ্কও। এ দিকে পরদিন ঝাঁঝ উবে গিয়ে মিষ্টি স্বাদের সফট ড্রিঙ্ক খেতেও ভাল লাগে না। ফেলে না দিয়ে বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। জেনে নিন কী কী ভাবে ব্যবহার কার যায় সফট ড্রিঙ্ক।

Advertisement
শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৫ ১২:১৮
Share:

পার্টির মরসুমে অনেক সময়ই সফট ড্রিঙ্ক পুরো শেষ হয় না। লেফট ওভার খাবারের মতোই পড়ে থাকে ড্রিঙ্কও। এ দিকে পরদিন ঝাঁঝ উবে গিয়ে মিষ্টি স্বাদের সফট ড্রিঙ্ক খেতেও ভাল লাগে না। ফেলে না দিয়ে বাড়ির বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন। জেনে নিন কী কী ভাবে ব্যবহার কার যায় সফট ড্রিঙ্ক।

Advertisement

১। পোকা-মাকড় মারুন- বাগানে প্রাকৃতিক উপায়ে পেস্ট কন্ট্রোল করতে চাইলে কাজে আসবে সফট ড্রিঙ্ক। একটা ছোট বাটিতে সফট ড্রিঙ্ক ঢেলে বাগানে বা ফুলগাছের নীচে রাখুন। গন্ধে আকৃষ্ট হবে পোকা-মাকড়। সফট ড্রিঙ্কের অ্যাসিডিটি পেস্ট কন্ট্রোল করতে সাহায্য করবে।

২। বরফ গলান- ডিপ ফ্রিজে রাখা খাবার জমে গেলে বরফ গলাতে কাজে আসবে সফট ড্রিঙ্ক। জমাট বাঁধা খাবারের ওপর সফট ড্রিঙ্ক ঢালতে থাকুন। দেখবেন বরফ তাড়াতাড়ি মিলিয়ে যাবে।

Advertisement

৩। পোড়া দাগ তুলতে- বাসনের পোড়া দাগ তুলতে পারে সফট ড্রিঙ্ক। কেটলির চায়ের দাগ তুলতেও সাহায্য করবে সফট ড্রিঙ্ক। পোড়া দাগে অল্প সফট ড্রিঙ্ক ঢেলে হালকা গরম করুন। সহজে পোড়া দাগ উঠে যাবে।

৪। মরচে তুলতে- পুরনো লোহার বাসন, জাল, গ্রিল থেকে মরচে তুলতে কিছুক্ষণ সফট ড্রিঙ্ক লাগিয়ে রাখুন। এর পর স্ক্রাব করলেই মরচে উঠে যাবে।

৫। জামাকাপড়ের দাগ তুলতে- অনেক সময়ই চায়ের দাগ, অনেক খাবারের দাগ জামাকাপড় নষ্ট করে। এই ধরনের দাগ বা রক্তের দাগ তুলতে কয়েকবার সফট ড্রিঙ্ক দিয়ে ঘষে কেচে নিন। ধীরে ধীরে দাগ হালকা হয়ে উঠে যাবে।

৬। গাড়ির ইঞ্জিন- অনেক দিন ধরেই মেকানিকরা গাড়ির ইঞ্জিন পরিষ্কার করতে সফট ড্রিঙ্ক ব্যবহার করতেন। আপনিও বাড়িতে এই পদ্ধতি ব্যবহার করতে পারেন।

৭। রান্না- মাংস স্টেক বা রোস্ট করার সময় সফট ড্রিঙ্ক ব্যবহার করলে তাড়াতাড়ি নরম হবে। তেমনই বার্বিকিউ সসে সফট ড্রিঙ্ক মেশালে মিষ্টি স্বাদ আসবে।

৮। কয়েন পরিষ্কার করুন- বাড়িতে থাকা দামি রুপো বা তামার কয়েনে মরচে পড়ে গেলে সোডায় ডুবিয়ে রাখুন ১০ মিনিট। মরচে পুরো উঠে গিয়ে কয়েন পরিষ্কার হয়ে যাবে।

৯। টাইল পরিষ্কার করতে- বোতলে সফট ড্রিঙ্ক ভরে নোংরা টাইলে স্প্রে করুন। কিছুক্ষণ রেখে ওয়াইপ করে তুলে ফেলুন।

১০। চুল থেকে চিউইং গাম ছাড়াতে- যদি কখনও চুলে চিউইং গাম আটকে যায় তবে কাজে আসতে পারে। সফট ড্রিঙ্ক কিছুক্ষণ চুলে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। চিউইং গাম ছেড়ে আসবে।

১১। গাছে দিন- টবের গাছের মাটিতে জলের বদলে সফট ড্রিঙ্ক ঢালতে পারেন। ভাল সার হিসেবে কাজ করবে। গাছে ফুল ধরবে তাড়াতাড়ি।

১২। টয়লেট পরিষ্কার করুন- কমোড, বেসিন থেকে কড়া সেডিমেন্ট জলের দাগ তুলতে সফট ড্রিঙ্ক লাগিয়ে রাখুন। স্ক্রাব করার প্রয়োজন নেই। ফ্লাশ করলেই পরিষ্কার, ঝকঝকে হয়ে যাবে।

১৩। মার্কারের দাগ- মার্কারের দাগ এক বার কোথাও লাগলে সহজে উঠতে চায় না। সফট ড্রিঙ্ক লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ বার সাবান জলে ধুয়ে ফেললে মার্কারের দাগ উঠে যাবে।

১৪। চুলের ফিকে হয়ে যাওয়া ডাই তুলতে- রঙ করেছিলেন অনেক দিন আগে। এখন আর সেই রঙ ভাল লাগছে না। ফিকেও হয়ে এসেছে। সমাধানে আসবে সফট ড্রিঙ্ক। মাথায় সফট ড্রিঙ্ক ঢেলে কিছুক্ষণ রাখুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

পড়ুন মদ্যপান বেশি হয়ে গেলেও স্টেডি থাকবেন কী করে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন