Lemon Juice

শুধু বাড়তি মেদ ঝরায় নয়, লেবুর রসের অন্য গুণগুলি জানলে বিস্মিত হতে হয়

অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে লেবুর শরবত খেলে ঝরঝরে হয়ে যায় শরীর। কিন্তু লেবুর রসের গুণ কি শুধু এগুলিতেই সীমাবদ্ধ? তা কিন্তু নয়। পাতিলেবুর রস আরও অনেক উপকার করে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৩ ২০:২১
Share:

পাতিলেবুর রস অনেক উপকার করে। ছবি: সংগৃহীত।

গরমে শরীর ঠান্ডা রাখা থেকে শুরু করে ওজন ঝরানো— পাতিলেবুর রস সবেতেই দারুণ ভূমিকা পালন করে। শরীরের মেদ ঝরাতে রোজ সকালে গরমজলের সঙ্গে লেবুর রস মিশিয়ে খান অনেকেই। আবার অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরে লেবুর শরবত খেলে ঝরঝরে হয়ে যায় শরীর। কিন্তু লেবুর রসের গুণ কি শুধু এগুলিতেই সীমাবদ্ধ? তা কিন্তু নয়। পাতিলেবুর রস আরও অনেক উপকার করে।

Advertisement

১) স্বাস্থ্যের পক্ষে বেশি নুন খাওয়া অত্যন্ত ক্ষতিকর। তা-ও অনেকে মুখে স্বাদ পান না বলে বেশি নুন ব্যবহার করে ফেলেন। কিন্তু জানেন কি? অনেক পদেই নুনের তেমন প্রয়োজন নেই। একটু লেবুর রসেই স্বাদ হবে দিব্যি। বিশেষ করে বেক করা কোনও খাবার কিংবা মাংসের স্টেক।

২) দুপুরের খাবার খেয়ে খাবেন বলে ফল কেটে রেখেছেন। কিন্তু বেলা গড়াতেই কলা, আপেল, অ্যাভোকাডো— সবই কালো হয় গেল। সেটা মোটেই ভাল হবে না। ফল কেটে কয়েক ফোঁটা লেবুর রস লাগিয়ে রাখুন। লেবুর রস এতটাই অ্যাসিডিক যে ফলের জারণ পদ্ধতি আটকে দেয়। আলু কেটে রাখলেও এই টোটকা ব্যবহার করতে পারেন।

Advertisement

৩) ডিম সিদ্ধ করতে দিলেই খোলা ফেটে যাচ্ছে? ফুটন্ত জলে ডিমগুলো ফেলার আগে একটু গায়ে লেবুর রস মাখিয়ে নিন। দেখবেন আর এই সমস্যা হচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement