Lifestyle News

ভিডিও কল করতে হোয়্যাট্‌সঅ্যাপ খুলুন

এ বার শুধু মেসেজ নয়, ভিডিও কলও করুন হোয়্যাট্‌সঅ্যাপে। আজ থেকেই এই পরিষেবা মিলবে ভারত-সহ দুনিয়ার ১৮০টি দেশে। ভিডিও কলের জন্য আপাতত গাঁটের কড়ি খরচ হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০১৬ ১৫:৫৯
Share:

এ বার শুধু মেসেজ নয়, ভিডিও কলও করুন হোয়্যাট্‌সঅ্যাপে। আজ থেকেই এই পরিষেবা মিলবে ভারত-সহ দুনিয়ার ১৮০টি দেশে। ভিডিও কলের জন্য আপাতত গাঁটের কড়ি খরচ হবে না। তবে ওয়াই-ফাই থাকলে তবেই তা বিনামূল্যে হবে। ওয়াই-ফাই ছাড়া ভিডিও কলে অবশ্য আপনার মোবাইল ডেটা প্ল্যান অনুযায়ী দাম চোকাতে হবে। এ দিন দেশীয় ক্রেতাদের জন্য এ পরিষেবার শুরুর কথা ঘোষণা করলেন হোয়্যাট্‌সঅ্যাপের সহ-প্রতিষ্ঠাতা জান কোয়ুম।

Advertisement

ফেসবুকের মালিকানাধীন হোয়াট্‌সঅ্যাপ কর্তৃপক্ষেপ দাবি, এ দেশে ইন্টারনেটের গতি শ্লথ হলেও এই নয়া ভিডিও কলিংয়ের ক্ষেত্রে তাতে খুব একটা সমস্যায় পড়বেন না ইউজার। তিনি বলেন, “যাঁদের দামি মোবাইল ফোন রয়েছে শুধুমাত্র তাঁদের জন্যই নয়, আমরা সকলের জন্যই এই পরিষেবা দিতে চাই।” তিনি আরও জানিয়েছেন, কমদামি মোবাইলেও কাজে আসবে এই নতুন পরিষেবা। হোয়্যাট্‌সঅ্যাপ মেসেজের মতোই ভিডিও কলিং এনক্রিপটেড থাকবে। ফলে আপনার সমস্ত কলই গোপনীয় থাকবে বলে সংস্থার দাবি। অ্যাপলের ফেসটাইম ও মাইক্রোসফ্‌টের স্কাইপি-কে টক্কর দিতে তাই তৈরি হোয়্যাট্‌সঅ্যাপ।

হোয়্যাট্‌সঅ্যাপে কী ভাবে ভিডিও কল করবেন?

Advertisement

• হোয়্যাট্‌অ্যাপ খুলে কনট্যাক্ট ট্যাবে যান।

• যাঁকে কল করতে চান তার নামের উপর ট্যাপ করুন।

• এ বার স্ক্রিনের উপরে ফোন আইকনে ট্যাপ করুন।

• পপ-আপ মেনু থেকে ভিডিও কল অপশন বেছে নিয়ে কল করুন।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ধাঁধাটির উত্তর দিতে পারবেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement