অসফল কেরিয়ার, ভেঙে যাওয়া সম্পর্ক বা প্রিয়জনের মৃত্যু। কারণ যাই হোক না কেন জীবনের এই কঠিন মুহূর্তগুলোতেও আমাদের মনে চুপিসাড়ে বাসা বাঁধে অবসাদ। যে কোনও শারীরিক সমস্যার থেকেও ভয়াবহ হয়ে উঠতে পারে যা। আর এই অবসাদই দ্রুত থাবা বসাচ্ছে সারা বিশ্বে। রেহাই পাচ্ছে না কিশোর, বয়স্ক, মাঝবয়সী কেউই। বাদ পড়ছেন না শাহরুখ খান, দীপিকা পাডুকোনের মতো চূড়ান্ত সফল মানুষেরাও। একাকীত্ব, উত্কণ্ঠায় গুমরে গুমরে রোজ মরতে মরতেও বেঁচে রয়েছে তারা আমাদের আশেপাশেই।
অথচ এখনও আমরা উদাসীন। সচেতনতার অভাবেই আরও বেশি ভয়াবহ হয়ে উঠছে অবসাদ দানব। আর তাই আমাদের জন্য এই ভিডিও প্রকাশ করেছে দীপিকা পাডুকোনের লিভ লভ লাফ ফাউন্ডেশন। নির্বানা ফিল্মস ও প্রকাশ বর্মার এই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে উঠে এসেছে অবসাদে ভোগার কোনও বয়স নেই, নেই কোনও সময় বা সামাজিক অবস্থান। যে কোনও বয়স, যে কোনও সামাজিক অবস্থানের মানুষই এর শিকার হতে পারেন। আর এর থেকে উপায়?
একটাই। কাছের মানুষদের সহমর্মিতা আর পাশে থাকা। দেখুন সেই ভিডিও,
আরও পড়ুন: রোজ ব্রেকফাস্টে একটা ডিম সুস্থ রাখবে হার্ট