গয়নায় আফগানি রোশনাই

নিজেকে অনন্য করে তুলতে আপনার গয়নার বাক্সে রাখতে পারেন আফগানি কালেকশনহালফিলের ফ্যাশন বলছে, ওভারসাইজ়ড গয়না এখন ইন।  পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না পরার যে চল, তা ভাঙছে আফগানিতে। সাজে একঘেয়েমি কাটাতেও এর জুড়ি মেলা ভার। 

Advertisement

ঈপ্সিতা বসু

শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৯ ০০:০১
Share:

গলায় হরেক রঙের পাথর বসানো নানা কারুকাজের হার। কান জুড়ে ফুলের নকশা। বড় নাকফুল। চওড়া সিঁথিপাটি। পায়ে মোটা রুপোর মল। গয়নার সঙ্গে এতটাই গভীর সম্পর্ক আফগানি মেয়েদের। সোনা ও রুপো পাওয়া কঠিন বলে শঙ্কর ধাতুর উপরে রঙিন কাচ বা পাথর বসিয়ে তৈরি এই গয়না পরার চলই বেশি সেখানে। ভারী ভারী গয়নায় উঠে এসেছে স্থানীয় উপজাতিদের হাতের কাজ, নকশা। গয়নার সঙ্গে তাদের এই সম্পর্ক দেশের গণ্ডি পেরিয়ে বঙ্গললনাদেরও স্পর্শ করেছে। দৈনন্দিন সাজপোশাক থেকে শুরু করে উৎসব-অনুষ্ঠানে শাড়ির সঙ্গে এই গয়না ক্রমশ জায়গা করে নিয়েছে ভারতীয় মেয়েদের মনেও।

Advertisement

হালফিলের ফ্যাশন বলছে, ওভারসাইজ়ড গয়না এখন ইন। পোশাকের সঙ্গে সামঞ্জস্য রেখে গয়না পরার যে চল, তা ভাঙছে আফগানিতে। সাজে একঘেয়েমি কাটাতেও এর জুড়ি মেলা ভার।

সাধারণ রংবেরঙের পাথর আর মোটিফেই আফগানি গয়নার অভিনবত্ব। অর্ধগোলাকৃতি, ফুলেল মোটিফের, তারের জালিতে কাজ করা, বড় কয়েন দিয়ে তৈরি গয়না নানা অবয়বে মেলে। আলাদা ছোঁয়া এনে দেয় কখনও-কখনও এর ট্রাইবাল টাচও। তবে কেনার আগে আফগান গয়নার রকমফের জেনে রাখা প্রয়োজন।

Advertisement

গয়না থাকুক যত্নে

•গয়নার উপরে কখনও সরাসরি সুগন্ধী ব্যবহার করবেন না। এতে গয়নার ধাতু নষ্ট হয়ে যেতে পারে
•গয়না পরার পরে নরম কাপড়ে ভাল করে মুছে নেবেন। ঘাম বা মেকআপ গয়নার ক্ষতি করে
•স্পঞ্জ বা তুলোয় মুড়ে বাক্সে তুলে রাখুন। খোলা হাওয়ায় বা অন্য ধাতুর গয়নার সঙ্গে রাখলে এই গয়না কালচে হয়ে যেতে পারে
•নিয়মিত গয়না পরিষ্কার করে রাখুন। এতে ঔজ্জ্বল্যও বজায় থাকবে। জল বা কোনওরকম লিকুইড ব্যবহার না করে নরম কাপড়ে ভাল করে মুছলেই হবে
•গয়না জড়িয়ে গেলে টানাটানি করবেন না। ছিঁড়ে যেতে পারে। বরং আলতো হাতে ছাড়িয়ে নিন

কয়েন নেকলেস বা ভারী চোকার: কানে ভারী কিছু পরতে না চাইলে বেছে নিতে পারেন ভারী কাজের কয়েন বা মোটিফ নেকলেস। মাল্টিলেয়ার নেকলেস বা মাল্টিকালার চোকার থাকলে ইয়ারিং পরার কোনও দরকারই পড়বে না। এতেই সাজ সম্পূর্ণ ।

ভারী দুল: রংচঙে কানের দুল সাজে আনবে প্রাণ। একরঙা যে-কোনও পোশাকের সঙ্গে এই মাল্টিকালারের দুল দারুণ মানায়।

ওভারসাইজ়ড আংটি: যথাসম্ভব কম গয়না পরতে চান অথচ ভিড়ের মধ্যেও মিশে যেতে চান না? তা হলে হাতে থাকুক একটি ওভারসাইজ়ড স্টেটমেন্ট আংটি। হাত যেমন ভরাট দেখাবে, তেমনই আপনার সাজও হবে পরিপাটি।

হাতের বালা: হাতের একটি মাত্র গয়নাই সাজ সম্পূর্ণ করতে যথেষ্ট। হাত জুড়ে একটা বালা বা চওড়া বাহুবন্ধ থাকলেই ভরাট দেখাবে। অন্য কোনও চুড়ি পরার প্রয়োজনই পড়বে না।

সিঁথিপাটি: ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে গয়নায় চাই রুচিশীলতার ছাপ। বিয়ের পোশাকের সঙ্গে আফগান সিঁথিপাটিও বাড়িয়ে দিতে পারে আপনার সাজের জেল্লা।

রঙিন পাথর ও জমকালো এই গয়না বিয়েবাড়ি থেকে যে-কোনও অনুষ্ঠানে পরে ফেলতেই পারেন। তবে অবশ্যই সাজে সামঞ্জস্য থাকতে হবে। তসর, ঘিচা বা সিল্কের সঙ্গে ভারী কাজের একটি মাল্টিকালার নেকপিস। ব্যস! আবার মোনোক্রোম কালারের ড্রেসের সঙ্গে দুটি ভারী নেকপিসের কম্বিনেশনে আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। সঙ্গে থাকতে পারে কেবল একটি বাহুবন্ধ। যে কোনও রঙের মিডলেংথ ড্রেসের সঙ্গে আবার পরতে পারেন চোকার। বেশি ঘেরওয়ালা বা স্লিটেড কামিজের সঙ্গে ওভারসাইজ়ড কানের দুল ঘরে-বাইরে সমান তালেই চলে। আফগানি গয়না যেহেতু বেশ রংচঙে আর বিশাল আকারের। তাই পোশাকের রঙে বা কাটে যেন খুব বেশি ডিজ়াইন বা প্রিন্ট না থাকে। মনে রাখবেন, অনেক বেশি গয়নায় আপনার স্বকীয়তা যেন নষ্ট না হয়! প্রত্যেকের নিজস্ব ব্যক্তিত্ব থাকে, তার সঙ্গে মানানসই হতে হবে গয়না। ঠিক যতটা আপনি ক্যারি করতে পারবেন, ততটাই পরবেন। আফগান গয়না ভারী হয়, তাই এর সঙ্গে মেকআপ ও পোশাক নির্বাচনেও সতর্ক থাকতে হবে।

আফগান গয়নার জৌলুস এমনই, যাতে চোখ ধাঁধায় না। বরং সম্পূর্ণ করে সাজ।

মডেল: তৃণা সাহা

মেকআপ: উজ্জ্বল দত্ত

ছবি: অমিত দাস

পোশাক: চান্দ্রি মুখোপাধ্যায় (শাড়ি ও কালো ড্রেস); নীল সাহা (হলুদ ড্রেস); জুয়েলারি: কায়রা, শপ নং এফ-৬৩, পুরোনো নিউ মার্কেট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন