Lifestyle News

বৃষ্টিতে ভিজে নাজেহাল না হতে চাইলে বেছে নিন এই ৫ স্মার্ট ফ্যাব্রিক

কিছু স্মার্ট ফ্যাব্রিকের কথা মাথায় রাখলেই আর এই সমস্যাগুলো হবে না। যে পোশাকই পরুন না কেন এই মেটিরিয়ালগুলোই বেছে নিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ জুন ২০১৭ ১১:৪২
Share:

সিফন বা নাইলন এই সব দিনে পরার জন্য সবচেয়ে ভাল।

এই রোদ, তো এই বৃষ্টি। আবার সকাল থেকে মেঘলা আকাশ, গুমোট গরম, অথচ সারা দিন দেখা পাওয়া গেল না বৃষ্টির। বর্ষা কালের মুড বোঝা সত্যিই দায়। হয়তো অফিসের পর বিশেষ কোনও অনুষ্ঠানে যাবেন বলে বাড়ি থেকে সেজেগুজে বেরিয়েছেন। বৃষ্টিতে ভিজে যাচ্ছেতাই হল পোশাক। আবার বৃষ্টি পড়বে ভেবে প্রায় বাতিল দেওয়া পোশাক পরে অফিস গিয়েছেন, সে দিনই হঠাত্ অপরিকল্পিত মিটিং। কিছু স্মার্ট ফ্যাব্রিকের কথা মাথায় রাখলেই আর এই সমস্যাগুলো হবে না। যে পোশাকই পরুন না কেন এই মেটিরিয়ালগুলোই বেছে নিন। তা হলেই আশা করা যায় সমস্যা এড়াতে পারবেন।

Advertisement

সুতি

ভারতের আবহাওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ফ্যাব্রিক সুতি। বর্ষা কালে চোখ বুজে সুতির পোশাক পরতে পারেন। মেঘলা আকাশে গুমোট গরমে সুতির পোশাক পরলে যেমন গরম লাগে না, তেমনই ভিজে গেলে তাড়াতাড়ি শুকিয়েও যায়। হাওয়া চলাচল করার কারণে সুতির পোশাক খুবই আরামদায়ক।

Advertisement

সুতির কুর্তা অফিসে পরার জন্য খুবই ভাল। এ ছাড়াও কটন স্কার্ট, কটন ম্যাক্সি ড্রেস, কুর্তি, কটন টপ পরতে পারেন। যে কোনও ফর্মাল অনুষ্ঠানে কটন শাড়ি পরে গেলে স্টাইলিশ, কমফর্টেবল দুটোই বোধ করবেন। ছেলেরাও কটন শার্ট, টি শার্ট কুর্তা পরুন।

সিফন

যদি বাড়ি থেকে বেরনোর সময়ই বৃষ্টি পড়ে বা কাদা ভেজা থাকে রাস্তা তা হলে বাস্তব বুদ্ধি কাজে লাগান। সিফন বা নাইলন এই সব দিনে পরার জন্য সবচেয়ে ভাল। ভিজে গেলে এই সব ফ্যাব্রিক সবচেয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়।

সিফন টপ, স্কার্ট, শাড়ি সব কিছুই পরতে পারেন তবে লং পোশাক এড়িয়ে চলাই ভাল। বৃষ্টি পড়লে শর্টস বা ক্যাপ্রির সঙ্গে পরে নিতে পারেন সিফন টপ। যে কোনও অনুষ্ঠানে পুরুষরাও আজকাল সিফন শার্ট পরছেন। বর্ষার যে কোনও অনুষ্ঠানের জন্য এই শার্টগুলো খুবই সুবিধাজনক।

ডেনিম

অনেকেই মনে করে ডেনিম বর্ষা কালে পরা যায় না। সত্যিই ডেনিম বর্ষা কালে বিশেষ কমফর্টেবল নয়। তবে কিছু বিষয় মাথায় রেখে ডেনিম পরতে পারেন। এক বার ভেবে দেখুন তো কটন ট্রাউজার্স পরে ভেজা রাস্তা পার হওয়ার সময় কী অবস্থা হয়? এই অবস্থায় কিন্তু ডেনিম অনেক বেশি সুবিধাজনক। গুটিয়ে যেমন নেওয়া যায়, কাদার দাগও বিশেষ বোঝা যায় না। ডেনিম টাফ মেটিরিয়াল হওয়ার কারণে সহজে নষ্টও হয় না।

ডেমিন শর্ট, কেপ্রি, ডাংরি সব সময়ই ফ্যাশনেবল। পুরুষ, মহিলা নির্বিশেষে পরতে পারেন। টি শার্ট, লুজ শার্ট, ক্রপ টপ সব কিছুই চলবে ডেনিমের সঙ্গে।

সিল্ক

ভাবছেন বর্ষায় পরে কেন নিজের দামি সিল্কের পোশাক নষ্ট করবেন? তা হলে জেনে রাখুন সিল্ক কিন্তু বর্ষার জন্য খুবই ভাল। বর্ষার গুমোট, বোরিং আবহাওয়ায় রং যোগ করে উজ্জ্বল সিল্ক। ক্রেপ সিল্ক, আর্ট সিল্ক, সেমি-তসর সিল্ক বা কটন মিক্স সিল্ক পরতে পারেন। এই সব ব্লেন্ডেড মেটিরিয়ালগুলো খুবই আরামদায়ক। শাড়ি, কুর্তি, শার্ট, পঞ্জাবি, কুর্তা সব কিছুই পাওয়া যায় এই সব কাপড়ের উপর।

আরও পড়ুন: ‘মনসুন ওয়ার্ডরোব’-এ এগুলো রয়েছে তো?

মলমল

বর্ষার সবচেয়ে আরামদায়ক ফ্র্যাব্রিক হল মলমল। সুতির থেকেও নরম ও হালকা হয় মলমল। কটন স্কার্ট বা লেগিংসের সঙ্গে মলমলের কুর্তি পরতেই পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন