কম্পিউটারে রিফ্রেশ বাটনের কাজ কী জানেন?

‘এফ ফাইভ’ বাটন প্রেস করে কম্পিউটারকে আরও দ্রুত এবং সচল করার চেষ্টা সকলেই করেন। কম্পিউটার খোলার পর ডেস্কটপ দেখানোর সঙ্গে সঙ্গে বেশির ভাগ ইউজার রাইট ক্লিক করে ‘রিফ্রেশ’করতে শুরু করেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মে ২০১৬ ০৯:২৩
Share:

‘এফ ফাইভ’ বাটন প্রেস করে কম্পিউটারকে আরও দ্রুত এবং সচল করার চেষ্টা সকলেই করেন। কম্পিউটার খোলার পর ডেস্কটপ দেখানোর সঙ্গে সঙ্গে বেশির ভাগ ইউজার রাইট ক্লিক করে ‘রিফ্রেশ’করতে শুরু করেন।

Advertisement

কিন্তু এর কাজটি কী? রিফ্রেশ করলে কি ‘র‌্যাম’ ফ্রি হয়? কম্পিউটার কি ফাস্ট হয়? আরও সচল হয়?

উত্তর, না। এর একটিও হয় না। তা হলে কী হয় রিফ্রেশ করলে? আসলে এই অপশনটির কাজ খুবই নগণ্য। ডেস্কটপে যে আইকনগুলি থাকে, সেগুলিকেই ‘রিড্র’ করা ছাড়া রিফ্রেশ-এর আর কোনও কাজ নেই। র‌্যাম-এর সঙ্গে যেমন এর কোনও সম্পর্ক নেই, তেমনই কম্পিউটারের পারফর্ম্যান্সের সঙ্গেও এর তেমন সম্পর্ক নেই। তবে যে কোনও ব্রাউজারের ক্ষেত্রে F5 বাটন ক্যাশ মেমরি পরিষ্কার করতে সাহায্য করে।

Advertisement

অতএব, এ বার থেকে রিফ্রেশ করার আগে একটু ভাবুন।

আরও পড়ুন:
যে বিষয়গুলি এয়ারলাইন্স সংস্থাগুলি আপনাকে জানাতে চায় না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন