Salman Khan Luxury

সলমন খানের বিলাসিতা কেমন? তাঁর সবচেয়ে দামি সম্পদের তালিকায় চোখ রাখলেই বোঝা যাবে

সলমন খান তাঁর অর্জিত অর্থ ব্যয় করেছেন কিছু বিশেষ শখপূরণে। সেই শখের তালিকায় নজর দিলে বোঝা যাবে, মুম্বইয়ের ‘ভাইজান’ বিলাস বলতে কী বোঝেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ০৯:০৪
Share:

সলমন খানের বিলাসব্যসন! ছবি : সংগৃহীত।

বিলাসিতা সবার কাছে সমান নয়। কেউ নিজের শেষ কপর্দকটি পর্যন্ত খরচ করে পছন্দের বই কেনেন, তো কেউ কেনেন গাড়ি-বাড়ি। কেউ সমাজসেবায় উজাড় করে দেন নিজের সমস্ত উপার্জন, আবার অনন্ত অম্বানির মতো ধনকুবের পুত্র অর্থ ব্যয় করেন পশুপাখিকে যত্নে রাখার ছোটখাটো ‘অভয়ারণ্য’ বানিয়ে। বলিউডের অভিনেতাদেরও নিজস্ব বিলাসিতার জায়গা রয়েছে। শাহরুখ খানের বিলাসিতার প্রমাণ মেলে তাঁর ২০০ কোটির বাড়ি ‘মন্নত’-এ গেলে। তেমনি সলমন খানও তাঁর অর্জিত অর্থ ব্যয় করেছেন কিছু বিশেষ শখপূরণে। সেই শখের তালিকায় নজর দিলে বোঝা যাবে, মুম্বইয়ের ‘ভাইজান’ বিলাস বলতে কী বোঝেন?

Advertisement

বাড়ি

শাহরুখের মতো ২০০ কোটির প্রাসাদ নয়। সলমন খান যে বাড়িতে থাকেন, সেটি তাঁর বহু পুরনো ঠিকানা বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। দাম সাকুল্যে ১৫-২০ কোটি। তবু এই ঠিকানা বদলান না। এই বাড়িতেই থাকে তাঁর পরিবার। এখানেই ভক্তরা জড়ো হন সলমনকে এক ঝলক দেখবেন বলে। তবে এই বাড়িটি তাঁর সম্পত্তির তালিকায় থাকা সবচেয়ে দামি বাড়ি নয়। সলমনের বিশ্রামশালা পানভেলের একটি ফার্ম হাউস। মুম্বইয়ের ব্যস্ততার বাইরে ছড়ানো সবুজ জমি ঘেরা ওই বাড়িতে থাকে তাঁর সমস্ত পোষ্য, রয়েছে তাঁর নিজস্ব আঁকার স্টুডিয়ো। মাঝেমধ্যেই এই বাড়িতে সময় কাটিয়ে যান সলমন। এ বাড়ির দাম ১০০ কোটি টাকা।

Advertisement

ব্র্যান্ড

তারকারা নিজেদের নানারকম ব্র্যান্ড লঞ্চ করছেন ইদানীং। কেউ রূপচর্চার সামগ্রী বিক্রি করছেন, কেউ বিক্রি করছেন পোশাক, গয়নাগাটি ইত্যাদি। আলিয়া ভট্টের ব্র্যান্ড আবার শুধুই হবু মা, মা এবং সন্তানদের জন্য পোশাক বানায়। কিন্তু এ সব হাল আমলের ঘটনা। বলিউড তারকাদের নিজস্ব ব্র্যান্ড তৈরি করে অনেক আগে দেখিয়ে দিয়েছেন সলমন। তাঁর সেই ব্র্যান্ড— ‘বিইং হিউম্যান’ সামাজিক কাজে নিযুক্ত। তার ফ্যাশন শো হয়েছে বিদেশে। তাতে হেঁটেছেন বলিউডের প্রথম সারির সব অভিনেত্রীরা। আর ওই ব্র্যান্ডের বাজার দর এখন ৩০০ কোটি টাকা।

প্রযোজনা

বলিউডের অনেক কিছুই যেখানে তাঁর ইচ্ছেয় বদলে যায়, সেখানে সলমনের নিজস্ব ফিল্ম তৈরির সংস্থা থাকবে না, তা হতে পারে? সলমনের নিজস্ব প্রযোজনা সংস্থাটি আরও দামি। ‘সলমন খান ফিল্মস’ এ যাবৎ ‘বজরঙ্গী ভাইজান’-সহ একাধিক হিট ছবি তৈরি করেছে। তবে তার পাশাপাশি, কিছু অন্য ধারার ছবিও বানিয়েছে। এই সংস্থাটির মূল্য ৫০০ কোটিরও বেশি।

ঘড়ি

এ সবের বাইরে সলমন নিজের জন্য খরচ করেন আরও একটি ক্ষেত্রে। হাতঘড়ির শখ রয়েছে সলমনের।তাঁর এই শখটি নিয়ে আলোচনা কম হয় ঠিকই তবে সলমনের ঘড়ির সংগ্রহের মোট মূল্য ১৫-২০ কোটি টাকা। তার মধ্যে বেশ কয়েকটি আবার বিরলতম। কারণ সেগুলি শুধু তাঁর জন্যই বানিয়েছে ঘড়ির সংস্থা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement