ক্যান্টিন না পাঁচতারা রেস্তোরাঁ! গুগল, ফেসবুকের ক্যান্টিন দেখলে ‘হাঁ’ হয়ে যাবেন

দুপুর দু’টো। অফিসে লাঞ্চ টাইম। ডেকার্স লেনের অলিতে গলিতে মানুষের উপচে পড়া ভিড়। শুধু বেকার্স লেন নয়, অফিস পাড়ার ডালহৌসি থেকে সেক্টর ফাইভ— এই দৃশ্য রোজকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ জুলাই ২০১৬ ১১:১১
Share:

দুপুর দু’টো। অফিসে লাঞ্চ টাইম। বেকার্স লেনের অলিতে গলিতে মানুষের উপচে পড়া ভিড়। শুধু ডেকার্স লেন নয়, অফিস পাড়ার ডালহৌসি থেকে সেক্টর ফাইভ— এই দৃশ্য রোজকার। কিন্তু যে সব কোম্পানিতে সুলভ মূল্যের ক্যান্টিন রয়েছে, তাদের মধ্যাহ্নভোজ নিয়ে তো কোনও সমস্যাই নেই। আর তা যদি হয় গুগল, ফেসবুক কিংবা অ্যাপলের মতো বিশ্বের বড় কোম্পানির ক্যান্টিন! তা হলে মনে হবে রোজই পাঁচতারা রেস্তোরাঁয়া দুপুরে লাঞ্চটা সারছেন। আসুন, একবার ঢুঁ মেরে দেখে নেওয়া যাক বিশ্বের বড় বড় কোম্পানিগুলির ক্যান্টিন ও ক্যাফেটেরিয়ার হাল হকিকত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement