WhatsApp

WhatsApp New Feature: সঙ্গীকে ‘গুডনাইট’ বলার পরও দিব্যি জেগে? এ বার হোয়াটস্‌অ্যাপ করলেও ধরা পড়বেন না

উপভোক্তাদের সুরক্ষার কথা মাথায় রেখে হোয়াট্‌সঅ্যাপ সংস্থা আনল নতুন বৈশিষ্ট্য! ঠিক কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০২২ ১৫:৫৭
Share:

এ বার নিজের ফোনের হোয়াট্‌সঅ্যাপটি আপডেট করলেই মিলবে একটি নতুন অপশন। ছবি: সংগৃহীত

উপভোক্তাদের সুরক্ষার কথা মাথায় রেখে হোয়াট্‌সঅ্যাপ সংস্থা প্রতিনিয়ত তাদের অ্যাপে বদল আনতে থাকে। ফের হোয়াট্‌সঅ্যাপে আসতে চলেছে কিছু বদল। নতুন সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।

Advertisement

এই বার উপভোক্তারা চাইলে নিজের প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’, ‘স্ট্যাটাস অপডেট’ কোনও নির্দিষ্ট ব্যক্তির কাছেও লুকিয়ে রাখতে পারবেন। অনেকেই চান না তাঁর ছবি সকলে দেখুন। এত দিন আপনার ফোনে কারও নম্বর সেভ করা থাকলে এবং ওই ব্যক্তির কনট্যাক্ট লিস্টেও যদি আপনার নম্বর থাকে, তা হলে যে কেউ আপনার প্রোফাইল ছবি দেখতে পারতেন। সেই ছবির স্ক্রিন শট নিতেও কোনও বাধা ছিল না! এতে ব্যবহারকারীদের নিরাপত্তায় ব্যাঘাত ঘটত। তবে এ বার আর তেমনটা হবে না। আপনি চাইলে নিজের প্রোফাইল ছবি বিশেষ কিছু ব্যক্তির থেকে লুকিয়ে রাখতে পারেন।

এ বার নিজের ফোনের হোয়াট্‌সঅ্যাপটি আপডেট করলেই মিলবে একটি নতুন অপশন। প্রোফাইল ছবি, ‘লাস্ট সিন’, ‘স্ট্যাটাস আপডেট’ বদল করার সময় মিলবে ‘মাই কনট্যাক্টস এক্সেপ্ট...’ বলে একটি অপশন। এই অপশন দিয়ে আপনি চাইলে এমন ফোন নম্বরগুলি নির্বাচন করতে পারবেন যাঁদের সঙ্গে আপনার ব্যক্তিগত এই তথ্যগুলি আপনি ভাগ করে নিতে চান না!

Advertisement

‘লাস্ট সিন’ নিয়েও অনেকেই বিড়ম্বনায় পড়েন। হয়তো শরীর খারাপ বলে অফিসে ডুব মেরেছেন। কিংবা সঙ্গীকে বলেছেন, খুব ঘুম পাচ্ছে, এ দিকে নেটফ্লিক্সে মগ্ন আপনি। এত দিন তার ফাঁকে হোয়াটস্‌অ্যাপ করলেই ‘লাস্ট সিন’ এর সময় দেখে যে কেউ ধরে ফেলতে পারতেন, আপনি জেগে আছেন কি না, বা আপনি সারা দিনে কখন কখন হোয়াটস্‌অ্যাপ দেখেছেন। এ বার যেহেতু এমন তথ্য আপনি নির্দিষ্ট কিছু মানুষের কাছে লুকিয়ে রাখতে পারবেন, তাই সমস্যাও কম হবে।

এ বার থেকে হোয়াট্‌সঅ্যাপে মোট চারটি গোপনীয়তা নিয়ন্ত্রণ সেটিংস থাকবে। সেগুলি—

১) এভরিওয়ান: এই সেটিংসে আপনার তথ্য সকলে দেখতে পাবেন।

২) মাই কনট্যাক্টস: এই সেটিংসে আপনার তথ্য কেবল তাঁরাই দেখতে পারবেন, যাঁদের নম্বর আপনার ফোনে সেভ করা থাকবে।

৩) মাই কনট্যাক্টস এক্সেপ্ট: এই সেটিংসে আপনার তথ্য কিছু নির্বাচিত লোকজনই দেখতে পারবেন।

৪) নো বডি: এই সেটিংসে আপনার তথ্য কেউই দেখতে পাবে না।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন