Whatsapp New Feature

হোয়াটস্অ্যাপে নতুন রূপে আসছে ‘অ্যাবাউট’ ফিচার, মনের কথা চট করে পৌঁছে যাবে প্রিয়জনের কাছে

মনের কথা জানতে পারবেন প্রিয়জন। আপনার প্রোফাইলের উপরেই ভেসে উঠবে লেখা। কেমন বদল এল ‘অ্যাবাউট’ ফিচারে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১১:০৭
Share:

মনের কথা ভাগ করে নিতে নতুন রূপে আসছে হোয়াট্‌সঅ্যাপের ‘অ্যাবাউট’ ফিচার। ফাইল চিত্র।

ইনস্টাগ্রাম নোটসের মতো হোয়াট্‌সঅ্যাপের ‘অ্যাবাউট’ ফিচারটিকে নতুন ভাবে সাজিয়েছে মেটা। হোয়াট্‌সঅ্যাপে এই ফিচারটি নতুন নয়। নিত্যনতুন ‘স্টেটাস’ লেখার জন্য এই ফিচারটিকেই কাজে লাগানো হয়। তবে এ বার তার রূপে খানিক বদল করা হয়েছে।

Advertisement

নতুন রূপে ‘অ্যাবাউট’ ফিচার

অ্যাবাউট ফিচারটি এত দিন আড়ালেই থাকত। কারও প্রোফাইলে গিয়ে তার ছবির উপরে ক্লিক করলে তবে স্টেটাস পড়া যেত। কিন্তু এখন আর ক্লিক করার দরকার পড়বে না। ছবির উপরেই লেখা ভেসে উঠবে। বিশেষ কোনও বার্তা দিতে হলে বা আপনি খুব ব্যস্ত তা বোঝাতে হলেও অ্যাবাউটে সেই ভাবে লিখে রাখা যাবে। ধরুন, আপনার সকাল উঠে কী মনে হচ্ছে, কোন কাজটি করতে ইচ্ছে করছে, সে সবও আপডেট দিতে পারবেন অ্যাবাউট ফিচারে। এতে আপনার কনট্যাক্ট লিস্টে যাঁরা আছেন, তাঁরা দেখলেই বুঝতে পারবেন যে আপনি কী বলতে চাইছেন। আবার পছন্দের মানুষকে বিশেষ বার্তা দিতে হলেও অ্যাবাউটে লেখা যাবে। সেই লেখা গোপনও রাখা যাবে। শুধু নির্দিষ্ট ব্যক্তির সঙ্গেই তা ভাগ করে নেওয়া যাবে।

Advertisement

ফিচারটি থেকে কী কী সুবিধা পাওয়া যাবে?

ব্যবহারকারীরা খুব ছোট টেক্সট করতে পারবেন এবং সেই লেখা প্রোফাইলের উপরেই দেখা যাবে।

অ্যাবাউটে স্টেটাস দেখে সরাসরি তার উত্তর দেওয়া যাবে। লেখার উপর ক্লিক করে ‘রিপ্লাই’ দেওয়া যাবে।

ইনস্টাগ্রাম নোটসের মতোও ফিচারটিতে স্টেটাস ২৪ ঘণ্টা থাকবে। তবে সেখানে টাইমার থাকবে। চাইলে ইচ্ছামতো সময় বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যাবে।

স্টেটাসটিতে ‘প্রাইভেসি’ অপশনও থাকবে। সেটি কত জন পড়তে পারবেন, কারা পড়তে পারবেন না, সেটি বাছাই করা যাবে।

হোয়াট্‌সঅ্যাপের তরফে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে টেক্সট লেখার অপশনই থাকছে অ্যাবাউট ফিচারে, তবে পরবর্তী সময়ে ভিডিয়ো পোস্ট করার অপশনও দেওয়া হবে।

কী ভাবে ব্যবহার করবেন?

প্রথমে ফোনের চ্যাট ট্যাব খুলুন।

নিজের প্রোফাইল ছবির উপর ট্যাপ করুন। অথবা সেটিংসে গিয়ে ‘অ্যাবাউট’ অপশনটিতে ক্লিক করুন।

এর পর ‘অ্যাপ অ্যাবাউট’ অথবা ‘আপডেট অ্যাবাউট’ অপশনে ক্লিক করে নিজের স্টেটাস লিখুন।

লেখার পর কারা সেটি দেখতে পাবেন ও কারা পাবেন না, সেটি বাছাই করে নিন।

পরবর্তী ধাপে সময় ঠিক করতে হবে। স্টেটাসটি কত ক্ষণ আপনার প্রোফাইলের উপর দেখা যাবে, সেই সময় ঠিক করে নিন।

সব শেষে ‘পোস্ট’ অপশনে ক্লিক করলেই সেটি দেখা যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement