ওষুধের স্ট্রিপে দু’টো ক্যাপসুল বা বা দু’টো ট্যাবলেটের মাঝে ব্যবধান থাকে কেন? এই প্রশ্ন কখনও আপনার মাথায় এসেছে? কখনও ভেবে দেখেছেন ব্যাপারটা? আপনি না ভাবলেও অনেকেই ভেবেছেন। আর তার উত্তর খুঁজতে এক সমীক্ষা চালিয়েছিল এক মার্কিন সংস্থা। কী উত্তর পাওয়া গেল?
আরও পড়ুন: ব্লাড সুগার লো হওয়ার কী কী লক্ষণ