‘ওমা, বঙ্কুকে কি সুইট লাগছে দেখতে’ অথবা ‘তোমার বেবি সত্যিই চ্যাম্পিয়ন’। এই ধরনের মন্তব্য শোনার জন্য বা নিছক আনন্দের জন্য নিজের সন্তানের ছবি সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে দেওয়াটা অনেকেরই শখ। আমাদের মধ্যে অনেকেই নিজের ছবি তো ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটারের মতো সোশ্যাল মাধ্যনে দেন, সঙ্গে সন্তানদের নানা ধরনের ছবিও পোস্ট করেন। কিন্তু সন্তানের আট ধরনের ছবি পোস্ট না করাই ভাল। দেখে নিন কোন আট ধরনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ঠিক নয়।
আরও দেখুন...
বেড়াতে গিয়ে অবশ্যই এই মিথ্যেগুলো বলুন