rohit sharma and yashasvi jaiswal

তারকাদের জন্য বিশেষ ব্যবস্থা! মুম্বই দলে না থেকেও রোহিত-যশস্বীরা চাইলেই খেলতে পারবেন বিজয় হজারে ট্রফিতে

বিজয় হজারে ট্রফির জন্য মুম্বইয়ের রাজ্য দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শিবম দুবেদের নাম নেই। তবে চাইলেই তাঁরা খেলতে পারেন প্রতিযোগিতায়। কী ভাবে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৫ ১৭:১৫
Share:

রোহিত শর্মা (বাঁ দিকে) এবং যশস্বী জয়সওয়াল। — ফাইল চিত্র।

বিজয় হজারে ট্রফির জন্য মুম্বইয়ের রাজ্য দল ঘোষণা করা হয়েছে। সেই দলে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শিবম দুবেদের নাম নেই। তবে চাইলেই এই তারকা ক্রিকেটারেরা খেলতে পারেন প্রতিযোগিতায়। তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে রাজ্য ক্রিকেট সংস্থা। মুম্বই দলের অধিনায়ক হয়েছেন শার্দূল ঠাকুর।

Advertisement

মুম্বইয়ের নির্বাচক কমিটির প্রধান সঞ্জয় পাটিল ‘টাইমস অফ ইন্ডিয়া’কে বলেছেন, “যখনই ওরা খেলার জন্য তৈরি থাকবে তখনই ভারতীয় দলের এই ক্রিকেটারদের দলে নেওয়া হবে। খেলার সুযোগ না পেলে দলে নিয়েও কোনও লাভ নেই। এতে তরুণ ক্রিকেটারদের প্রতি অবিচার করা হয়।” শুক্রবার দল বেছে নেওয়া হয়েছে। অর্থাৎ রোহিত, যশস্বীরা যখনই জানাবেন যে তাঁরা মুম্বইয়ের হয়ে খেলতে চান তখনই তাঁদের দলে নেওয়া হবে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের মাঝেই পেটের ব্যথায় হাসপাতালে ভর্তি করানো হয় যশস্বীকে। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। তবে দু’কেজি ওজন কমে যাওয়া যশস্বীকে আপাতত সাত থেকে ১০ দিন বিশ্রাম নিতে হবে। পাটিল বলেছেন, “চিকিৎসকদের ছাড়পত্র পেলেই যশস্বীকে দলে নেওয়া হবে।”

Advertisement

দক্ষিণ আফ্রিকা সিরিজ়ের পর ভারত পরের মাসে আবার মাঠে নামবে। প্রথমে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ় হবে, যা শুরু ১১ জানুয়ারি থেকে। তারই প্রস্তুতিতে রোহিত, যশস্বীরা বিজয় হজারেতে খেলতে চেয়েছিলেন।

এ দিকে, বিজয় হজারের শুরুর দিকের ম্যাচগুলিতে পাওয়া যাবে না অজিঙ্ক রাহানেকে। তিনি কয়েকটি ম্যাচে বিশ্রাম চেয়েছেন। পাটিলের কথায়, “ওর হ্যামস্ট্রিংয়ে সমস্যা রয়েছে। তার জন্য বিশ্রাম নিয়ে সুস্থ হতে চায়। দুটো ম্যাচের পর ও দলের সঙ্গে যোগ দেবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement