Bizarre News

প্রেমিক আসলে দাদা! ডিএনএ পরীক্ষা করাতেই চক্ষু চড়কগাছ তরুণীর

সম্প্রতি এক মহিলা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়েছেন, গত ছ’বছর ধরে তিনি যাঁর সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন, তিনি আসলে তাঁরই দাদা। সত্যি জানতে পেরেও কি সম্পর্ক টিকিয়ে রাখলেন মহিলা?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২২ ২০:২৮
Share:

এ কেমন সম্পর্ক? ছবি-প্রতীকী

সম্পর্কে ঝগড়া-আশান্তির কারণে বিচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে দীর্ঘ দিন সম্পর্কে থাকার পর যদি জানা যায়, যাঁর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তিনি আদতে আপনার ভাই, তা হলে বোধ হয় আর কিছু বলার থাকে না! ভাবছেন তো এই প্রসঙ্গ কেন আসছে? এমনটাও সম্ভব নাকি?

Advertisement

সম্প্রতি এক মহিলা টিকটকে জানিয়েছেন, গত ছ’বছর ধরে তিনি যাঁর সঙ্গে গভীর সম্পর্কে ছিলেন, সে আসলে তারই দাদা। একটি পোস্টে সেই মহিলা জানান, এই সত্যটি তাঁর সামনে আসে যখন তিনি তাঁর সঙ্গীর ডিএনএ পরীক্ষা করান। মহিলা লেখেন, ‘আমার সঙ্গীকে এক জন দত্তক নিয়েছিলেন। আর সে কারণেই আমি ওঁর সঙ্গে সম্পর্কে জড়াই।’

তিনি আরও লেখেন, ‘আমি ওঁর সঙ্গে ভালই ছিলাম। কারও সঙ্গে সম্পর্কে জড়িয়ে আমি এত আকৃষ্ট বোধ করিনি। ওঁর মতো করে আমাকে আর কেউ বোঝে না।’

Advertisement

কিন্তু সবটা বদলে গেল যখন তাঁরা নিজেদের পূর্ব পুরুষের খোঁজ করার জন্য ডিএনএ পরীক্ষা করাল।

মহিলার প্রেমিক আদতে তার ভাই। ছবি-প্রতীকী

মহিলা আরও লেখেন, ‘ডিএনএ পরীক্ষার ফল হাতে পেতেই আমি চমকে উঠলাম। আমার প্রেমিক আদতে আমার ভাই এটা প্রথমে মানতে পারছিলাম না। আমি ওঁর কাছ থেকে সবটা গোপন করেছি। অনেকেই মজা করে বলতেন, আমাকে নাকি আমার প্রেমিকের মতো দেখতে! তখন হেসে উড়িয়ে দিলেও এখন ব্যাপারটা স্পষ্ট। আমি সত্যিই বুঝতে পারছি না, এখন কী করা উচিত। আমি ওঁকে ভীষণ ভালবাসি। ওঁকে হারাতে চাই না। আমি আশা করছি, এই পরীক্ষার ফল যেন ভুল হয়। আমি ওঁকে জীবনসঙ্গী হিসাবেই পেতে চাই। প্রয়োজনে আবার পরীক্ষা করাব।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন