Abortion Law

নিজের ডিম্বনালি বার করে লকেট বানালেন তরুণী, কারণ জানালেন নিজের মুখেই

আমেরিকার কানেটিকাটের বাসিন্দা ২২ বছর বয়সি সাভানা ব্লোউইন নিজের ডিম্বনালি বার করে তৈরি করলেন লকেট। সমাজমাধ্যমে তরুণী জানালেন, সেই লকেট তাঁর কাছে প্রতিবাদের প্রতীক।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২২ ১২:০৪
Share:

দেহাংশ থেকে তৈরি অলঙ্কার। —ফাইল চিত্র

২২ বছর বয়সি তরুণীর গলায় ঝুলছে রুপোলি শিকলের মতো এক হার, তাতে গোলাকার দু’টি লকেট। একঝলকে দেখে বোঝার উপায় নেই সেই লকেট কিসের তৈরি। তবে খানিক মনোযোগ দিয়ে দেখলেই চমক। লকেট দু’টির ভিতরে রয়েছে তাঁরই ডিম্বনালি! আমেরিকার কানেটিকাটের বাসিন্দা ওই তরুণীর নাম সাভানা ব্লোউইন।

Advertisement

হঠাৎ ডিম্বনালি দিয়ে অলঙ্কার কেন? পেশায় একটি ভেগান রেস্তরাঁর কর্মী সাভানা সমাজমাধ্যমে জানিয়েছেন, তিনি কোনও দিনই সন্তান নিতে চান না। সেই কারণেই চলতি বছরের জুলাই মাসে অস্ত্রোপচারের মাধ্যমে ডিম্বনালি বার করে দেওয়ার সিদ্ধান্ত নেন। তরুণী জানিয়েছেন, লকেট তৈরির পিছনে অবশ্য রয়েছে প্রতিবাদী চেতনা। আমেরিকার সুপ্রিম কোর্টের রো বনাম ওয়েড মামলার রায় উল্টে দেওয়ার প্রতিবাদ জানাতেই নিজের ‘ফ্যালোপিয়ান টিউব’ বা ডিম্বনালি দিয়ে লকেট তৈরির সিদ্ধান্ত নিয়েছেন তিনি।১৯৭৩ সালের রো বনাম ওয়েড মামলার রায়ে আমেরিকার সুপ্রিম কোর্ট, গর্ভপাত মহিলাদের সাংবিধানিক অধিকার বলে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রায়ে সেই অধিকার কেড়ে নেওয়া হয়।

সাভানার মতে, নিজগর্ভের অধিকার নারীর হাতেই থাকা উচিত। কোন নারী কখন মা হবেন, কিংবা আদৌ হবেন কি না, সেই সিদ্ধান্ত অন্য কেউ নিতে পারেন না। লকেটটি সেই ভাবনারই প্রতীক। নিজের ডিম্বনালি দিয়ে লকেট তৈরির গোটা প্রক্রিয়াটি ক্যামেরাবন্দিও করেছেন তিনি। সেই ভিডিয়ো ঝড় তুলেছে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই তিরিশ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন সেই ভিডিয়ো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন