Lifestyle News

ডিমের ভিতরে আজব চমক, এ কি বেরিয়ে এল!

তা দেওয়ার পর ডিম ফুটলে বেরিয়ে আসে পাখির ছানা। ডিমের মধ্যে থাকে ডিমের কুসুম ও সাদা অংশ। অনেক সময় একাধিক কুসুমও থাকে একটা ডিমের মধ্যে। কিন্তু এমন জিনিসও যে থাকতে পারে কোনও ডিমের মধ্যে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৫৬
Share:

ছবি: ইউটিউবের সৌজন্যে

তা দেওয়ার পর ডিম ফুটলে বেরিয়ে আসে পাখির ছানা। ডিমের মধ্যে থাকে ডিমের কুসুম ও সাদা অংশ। অনেক সময় একাধিক কুসুমও থাকে একটা ডিমের মধ্যে। কিন্তু এমন জিনিসও যে থাকতে পারে কোনও ডিমের মধ্যে তা না দেখলে বিশ্বাস করা কঠিন।

Advertisement

এ যেন ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’ অফার। একটা ডিমের সঙ্গে বেমালুম ফ্রি আর একটা ডিম। বেশ বড় মাপের মুরগীর ডিমটা ফাটাতেই দেখা গেল সেই চমক। ডিমের ভিতর থেকে বেরিয়ে পড়ল আরও একটি আস্ত ডিম। সঙ্গে একটি কুসুম। চমকের এখানেই শেষ নয়। ছোট ডিমের খোলাটি ফাটানোর পর তার মধ্যে থেকেও বের হল আরও একটি কুসুম।

কিন্তু একটা ডিমের মধ্যে আর একটা ডিম ঢুকল কী করে? বিজ্ঞানীরা বলছেন, এই অস্বাভাবিকতাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘কাউন্টার পেরিস্ট্যালসিস কন্ট্রাকশন’। কখনও কখনও প্রথম ডিমটি দেহের বাইরে বেরনোর আগেই দ্বিতীয় ডিমটি তৈরি হয়ে যায় পেটের মধ্যে। ফলে দ্বিতীয় ডিমটি প্রথম ডিমের খোলসের মধ্যেই তৈরি হয়। এ কারণে দ্বিতীয় ডিমের খোলসটিও থাকে অপরিণত। এই ডিম অন্য ডিমের তুলনায় আকারে অনেকটাই বড় হয়।

Advertisement

দেখে নিন কেমন ছিল সেই ডিমটি?

দেখুন ভিডিও:

আরও পড়ুন: শিশুদের শ্বাসকষ্টের অন্যতম কারণ পরিশুদ্ধ জল, বলছেন বিজ্ঞানীরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন