Capasso Triplets

একই অন্তর্বাস পরেন, স্তনের আকার ইঞ্চিতে ইঞ্চিতে মেলাতে অস্ত্রোপচার করিয়েছেন তিন বোন

জন্মের পর থেকেই তাঁরা একসঙ্গে রয়েছেন। একেবারে শিশুবয়স থেকেই একসঙ্গে খাওয়াদাওয়া, শোয়া, একই রকম জামা পরার মতো অভ্যাস রপ্ত করানো হয়েছিল তাঁদের।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৩ ১৪:০০
Share:

হানা, ক্যাথরিন এবং নাদিয়া প্লাস্টিক সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। ছবি- সংগৃহীত

একসঙ্গেই পৃথিবীর আলো দেখেছিলেন তিন বোন। তাঁদের মধ্যে টানও চোখে পড়ার মতো। তিন বোনের এই সম্পর্ক যাতে আরও মজবুত হয়, তাই প্লাস্টিক সার্জারি করিয়ে হুবহু একই রকম দেখতে হয়েছেন। শুধু কি তাই? তিন বোনই যাতে তিন জনের অন্তর্বাস, পোশাক, জুতো ভাগাভাগি করে পরতে পারেন, তাই এক ছাঁচে গড়ে নিয়েছেন নিজেদের স্তন, পায়ের পাতাও।

Advertisement

বছর ২৭-এর হানা, ক্যাথরিন এবং নাদিয়া প্লাস্টিক সার্জারি নিয়ে পরীক্ষানিরীক্ষা করতে ভালবাসেন। শুধু যে তাঁদের এক রকম দেখতে, তা-ই নয়। তাঁরা তিন জনে একই রকম পোশাক পরেন এবং এক বিছানায় শুতেও যান। সমাজমাধ্যমে প্রভাবী ওই তিন বোনেরই বক্তব্য, তাঁরা তিন জনেই তিন জনের পোশাক ঘুরিয়ে-ফিরিয়ে পরতে পারেন। এমনকি, তাঁদের পায়ের পাতার আকারও একই রকম। অনেকেরই হয়তো শুনতে অবাক লাগে। কিন্তু তাঁরা এমন জীবনধারায় কোনও বদল আনতে চান না।

জন্মের পর থেকেই তাঁরা একসঙ্গে রয়েছেন। একেবারে শিশুবয়স থেকেই একসঙ্গে খাওয়াদাওয়া, শোয়া, একই রকম জামা পরার মতো অভ্যাস রপ্ত করানো হয়েছিল তাঁদের। সেই থেকেই তিন বোনের মধ্যে এমন অদ্ভুত বন্ধন। তাঁরা কেউই পরস্পরকে ছেড়ে থাকতে পারবেন না বলে ভবিষ্যতে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন। ক্যাথরিন বলেন, “অনেকেই মনে করেন, এমন আচরণ শিশুসুলভ। অপরিণত মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র। কিন্তু আমরা একে অপরকে নিয়ে খুশি। আমরা যা করি, তা শুধুমাত্র নিজেদের ভাল লাগা এবং ভাল রাখার জন্য।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন