Xiaomi

ভারতের বাজারে শাওমি নিয়ে এল এমআই এ ২, দেখে নিন ফিচার

ভারতের বাজারে শাওমি নিয়ে এল অ্যান্ড্রয়েড ওয়ান-সার্টিফায়েড স্মার্টফোন- এমআই এ ২। বুধবার মোবাইলটি লঞ্চ করে  শাওমি। ফোনের স্পেসিফিকেশন ও দাম কত দেখে নেওয়া যাক। তবে এমআই এ ২ লাইট এখনই ভারতে লঞ্চ করা হবে না বলে জানা গিয়েছে।

Advertisement
সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৮ ১৭:৩১
Share:
০১ ০৬

ভারতের বাজারে শাওমি নিয়ে এল অ্যান্ড্রয়েড ওয়ান-সার্টিফায়েড স্মার্টফোন- এমআই এ ২। বুধবার মোবাইলটি লঞ্চ করে  শাওমি। ফোনের স্পেসিফিকেশন ও দাম কত দেখে নেওয়া যাক। তবে এমআই এ ২ লাইট এখনই ভারতে লঞ্চ করা হবে না বলে জানা গিয়েছে।

০২ ০৬

দু’টি ভ্যারিয়্যান্টের এমআই এ ২ পাওয়া যাবে। ৪ জিবি/৬৪ জিবি এবং ৬ জিবি/১২৮ জিবি। ভারতে ফোনটির দাম শুরু হচ্ছে ১৬ হাজার ৯৯৯ টাকা থেকে। বুক করা যাবে ৯ অগস্ট থেকে।

Advertisement
০৩ ০৬

প্রসেসর: এমআই এ২-তে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর। রয়েছে কাইরো আর্কিটেকচার।

০৪ ০৬

ক্যামেরা: ২০ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৩৭৬ ফ্রন্ট ক্যামেরা এবং ১২ +২০ মেগাপিক্সেল এআই ডুয়াল ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় রয়েছে সুপার পিক্সেল প্রযুক্তি।

০৫ ০৬

এমআই এ ২-তে রয়েছে একগুচ্ছ এআই প্রযুক্তি। যেমন, এআই পোট্রেট, এআই বিউটিফাই ৪.০ এবং ৪৫০০কে ফ্রন্ট ফ্ল্যাশ।

০৬ ০৬

এমআই এ ২-তে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে ৫.৯৯ ইঞ্চি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement