Lifestle News

এ বার চাষ করুন নিজের ঘরেই

নিজের বাড়িতেই সামনেই একফালি জমিতে গড়ে উঠবে কিচেন গার্ডেন। গাজর, বেগুন, সিম যখন যা দরকার বাগান থেকেই পাওয়া যাবে। এই ইচ্ছা তো আমাদের সকলেরই। কিন্তু ব্যস্ত শহরের মাঝে এক চিলতে ফ্ল্যাট বা বাড়িতে সেই জায়গা কোথায়?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ১২:৩৫
Share:
০১ ০৭

‘অল্টিফার্ম’র ভাবনা ছিল যেন এই কংক্রিটে থাকা শহরবাসীর জন্য বাড়িতেই এক সবজির খেত তৈরী করার সুযোগ করে দেওয়া।<br> এটি একটি প্রযুক্তি যা শেখায় সীমিত স্থানেও চাষবাস করা যায়।

০২ ০৭

চাষের জন্য এক বিশেষ ধরনের পোর্টেবল ট্রে থাকে থাকে সাজানো হয়। সেই ট্রেতেই দেওয়া থাকে মাটি এবং জল।

Advertisement
০৩ ০৭

২৯ কিলোর বেশি ওজন হয় না এই ট্রেগুলোর। চাষে জলের প্রয়োজন হয় খুবই সামান্য।

০৪ ০৭

এই বিশেষ ট্রেগুলোতে রয়েছে জলসেচনের জন্য একটি ছোট ছিদ্র ও জল মাপার নির্দেশক।<br> এক সপ্তাহ অন্তর জল দিলেই চলে।<br> ট্রেতে থাকা ছিদ্র দিয়ে জল পৌঁছে যায় মাটিতে।<br> আর বাড়তি বা উপচে পড়া জল জমা হয় নীচের আরেকটি ট্রেতে।

০৫ ০৭

ট্রের ওপর দিকে রয়েছে কৃত্রিম আলোর ব্যবস্থাও।<br> সাদা, নীল এবং লাল।<br> যা সালোকসংশ্লসেষে সাহায্য করে।

০৬ ০৭

ঠান্ডা বাড়লে শাকসব্জির তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য রয়েছে এক বিশেষ ধরনের প্লাস্টিক।

০৭ ০৭

‘ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের জন্যও ব্যবহার করতে পারেন অল্টিফার্ম’।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement