WhatsApp

এ বার হোয়াটস্‌অ্যাপে পছন্দের বন্ধুদের ‘পিন’ করে উপরে রাখুন

হোয়াটস্‌অ্যাপে হয়তো শতাধিক বন্ধুর আনাগোনা রয়েছে। নিদেনপক্ষে হাফ সেঞ্চুরি তো রয়েইছে। কিন্তু, সবার সঙ্গে তো আর বন্ধুত্বটা সমান নয়। কারও সঙ্গে ঘণ্টায় ডজন ডজন মেসেজ চালাচালি হয়। কারও আবার খোঁজ পড়ে পয়লা বৈশাখ বা দোলের শুভেচ্ছা জানাতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৪:০০
Share:

হোয়াটস্‌অ্যাপে হয়তো শতাধিক বন্ধুর আনাগোনা রয়েছে। নিদেনপক্ষে হাফ সেঞ্চুরি তো রয়েইছে। কিন্তু, সবার সঙ্গে তো আর বন্ধুত্বটা সমান নয়। কারও সঙ্গে ঘণ্টায় ডজন ডজন মেসেজ চালাচালি হয়। কারও আবার খোঁজ পড়ে পয়লা বৈশাখ বা দোলের শুভেচ্ছা জানাতে। কিন্তু হাজার মেসেজের ভিড়ে মাঝেমধ্যেই হারিয়ে যান কাছের ও পছন্দের বন্ধুরা। তালিকায় বেশ খানিকটা নীচেও চলে যান অনেক সময়। দরকারের সময় প্রিয় বন্ধুকে ‘হাতের কাছে’ না পেয়ে অনেক সময়ই বিরক্ত হই আমরা। এ বার এই সমস্যারই সমাধান করবে হোয়াটস্‌অ্যাপের নয়া আপডেট।

Advertisement

জানা গিয়েছে, নতুন ভার্সানে থাকবে এমন একটি অপশন যেখানে, আপনার পছন্দের প্রথম তিন বন্ধুকে বেছে নিতে পারবেন আপনি। সেই তিন বন্ধুকে ‘পিন টু টপ’ করলেই কেল্লা ফতে! অর্থাৎ চ্যাটের তালিকার এক্কেবারে প্রথমে জ্বলজ্বল করবে প্রিয় তিন বন্ধুর নাম। এতে প্রয়োজনের সময় চট করেই মেসেজ করতে পারবেন তাঁদের। অন্য চ্যাট থেকে মেসেজ আসলেও কখনওই তালিকার নীচে নামবে না ওই তিন জনের নাম। তবে তিনের বেশি বন্ধুর জন্য এই অপশন খাটবে না।

আরও পড়ুন...
বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন

Advertisement

শুধুমাত্র এক জন বন্ধুর জন্যই না, চাইলে কোনও গ্রুপও আপনি তালিকার উপরে নিয়ে আসতে পারেন। এর জন্য চ্যাটটি ‘লং প্রেস’ করে রাখলেই ‘পিন’ অপশনটি দেবে। এটি সিলেক্ট করলেই চ্যাটটি চলে আসবে তালিকার প্রথমে।

তবে অ্যান্ড্রয়েড ফোনের জন্য এখনও এই নতুন ফিচারটি পরীক্ষামূলক স্তরেই রয়েছে। একমাত্র হোয়াটস্‌অ্যাপ বিটা ভার্সানেই পাওয়া যাবে নতুন এই পরিষেবাটি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement