সুপার স্পেশ্যালিটি হাসপাতাল

জমি চিহ্নিতকরণ শুরু রঘুনাথপুরে

রঘুনাথপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জমি চিহ্নিতকরণের কাজ শুরু করল বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থা। সোমবার রঘুনাথপুর মহকুমা হাসপাতালের মধ্যেই ওই জমি মাপজোক করা হয়েছে। ছিলেন হাসপাতালের সুপার শান্তনু সাহু, রঘুনাথপুর ব্লক ভূমি দফতরের আধিকারিক এবং ওই বেসরকারি সংস্থা সাপুরজি-পালানজির কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

রঘুনাথপুর শেষ আপডেট: ১১ মার্চ ২০১৪ ০২:৩৩
Share:

রঘুনাথপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জমি চিহ্নিতকরণের কাজ শুরু করল বরাতপ্রাপ্ত বেসরকারি সংস্থা। সোমবার রঘুনাথপুর মহকুমা হাসপাতালের মধ্যেই ওই জমি মাপজোক করা হয়েছে। ছিলেন হাসপাতালের সুপার শান্তনু সাহু, রঘুনাথপুর ব্লক ভূমি দফতরের আধিকারিক এবং ওই বেসরকারি সংস্থা সাপুরজি-পালানজির কর্মীরা। সুপার জানান হাসপাতালের মধ্যেই প্রায় দুই একর জমি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের জন্য চিহ্নিত করা হয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রী হওয়ার পরে পুরুলিয়া সফরে এসে হুড়ার প্রশাসনিক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রঘুনাথপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল গড়ার কথা ঘোষণা করেছিলেন। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, রঘুনাথপুর মহকুমা হাসপাতালের মধ্যেই প্রয়োজনীয় জমি রয়েছে। সম্প্রতি হাসপাতাল সুপার জমি সংক্রান্ত বিশদ রিপোর্ট পাঠিয়েছিলেন রাজ্য স্বাস্থ্য দফতরে। তার পরেই হল জমি চিহ্নিতকরণ। পুরুলিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ জানান, রাজ্য হাউসিং বোর্ড রঘুনাথপুরে সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিকাঠামো নির্মাণ দেখভাল করছে। হাউসিং বোর্ডের মুখ্য নির্বাহী বাস্তুকার সুবীরকুমার হালদার জানিয়েছেন, ৫০ কোটি টাকা ব্যয়ে ওই হাসপাতাল রঘুনাথপুরে গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের দরপত্র আহ্বান করার পরে কাজ পেয়েছে সাপুরজি-পালানজি সংস্থা। তাদেরকে ওয়ার্ক অর্ডারও দিয়ে দেওয়া হয়েছে। সুবীরবাবু বলেন, “পাঁচ তলা বিশিষ্ট সুপার স্পেশ্যালিটি হাসপাতালের পরিকাঠামো গড়বে ওই বেসরকারি সংস্থা। হাউসিং বোর্ড পুরো পক্রিয়াটি দেখভাল করবে।” স্বাস্থ্য দফতর সূত্রের খবর, স্বাস্থ্য সংক্রান্ত উন্নত পরিষেবা মিলবে সুপার স্পেশ্যালিটি হাসপাতাল থেকে।

বস্তুত, পুরুলিয়ার শিল্পাঞ্চল রঘুনাথপুরে স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। মহকুমা হাসপাতালটির উন্নয়নে একগুচ্ছে পরিকল্পনা নেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসাবে রবিবার স্বাস্থ্য দফতরের এক প্রতিনিধিদল রঘুনাথপুর হাসপাতালে এইচডিইউ (হাই ডিপেনডেন্সি ইউনিট) গড়ার লক্ষ্যে জায়গা পরিদর্শন করে।

Advertisement

সুপার শান্তনু সাহু জানান, চার জনের প্রতিনিধিদল এসে হাসপাতালের কোথায় এইচডিইউ নির্মাণ করা যায়, সেই জায়গা পরিদর্শন করে গেছেন। আপাতত স্থির হয়েছে, সুপারের কার্যালয় এবং ওয়ার্ডমাস্টারের অফিস লাগোয়া জায়গায় ছয় শয্যার ওই ইউনিট গড়া হবে। পরের ধাপে ১২ শয্যার সিসিইউ গড়া হবে এই হাসপাতালে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, ওই উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলটি রঘুনাথপুরে প্রস্তাবিত এইচডিইউ বিভাগের স্থান দেখার পরে পূর্ণাঙ্গ রিপোর্টে রাজ্য সরকারকে দেওয়ার পরেই পুরোদমে কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন