দুই শিশু পুড়ে মৃত্যুর ঘটনায় সুপার-সহ ১১ জনকে শাস্তির নির্দেশ

রেডিয়েন্ট ওয়ার্মারে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর। শুক্রবার দুপুরে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় অভিযুক্তদের শাস্তির অর্ডারে সই করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৫ ১৬:৪৬
Share:

রেডিয়েন্ট ওয়ার্মারে পুড়ে দুই শিশুর মৃত্যুর ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নিল স্বাস্থ্য দফতর। শুক্রবার দুপুরে নবান্ন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনায় অভিযুক্তদের শাস্তির অর্ডারে সই করেন।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই ঘটনায় হাসপাতালের ১১ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ৩ জন পিজিটি (পোস্ট গ্রাজুয়েট ট্রেনি) এবং ৩ জন নার্সকে সাসপেন্ড করা হয়েছে। পেডিয়াট্রিক মেডিসিন বিভাগের দায়িত্বাধীন ব্যক্তিকে বদলি করা হয়েছে আরজি কর হাসপাতালে। বদলি হয়েছে নার্সিং সুপার ও দায়িত্বে থাকা আরএমও। শোকজ করা হয়েছে হাসপাতালের অধ্যক্ষ তপনকুমার লাহিড়ী এবং সুপার শিখা বন্দ্যোপাধ্যায়কেও।

রাজ্যের এসএনসিইউ গুলির দায়িত্বে থাকা কমিটি প্রধান ত্রিদিপ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এটি একটা বিচ্ছিন্ন ঘটনা।’’ কিন্তু তাঁরা কেন পুলিশের অভিযোগ করলেন না?

Advertisement

এই প্রশ্নের উত্তরে তিনি জানান, পুলিশে অভিযোগ করার তাঁদের কোনও আইন নেই। এই ক্ষেত্রে রোগীর পরিবার পুলিশে অভিযোগ করতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন