প্রসূতির মৃত্যু, ধৃত নার্সিংহোম মালিক

ভুল অস্ত্রোপচারের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল বসিরহাটের মাটিয়ায়। নার্সিংহোমের মালিককে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযুক্ত আরও দুই মালিক ও এক হাতুড়ে চিকিৎসকের খোঁজ চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৫ ০২:৪০
Share:

ভুল অস্ত্রোপচারের জেরে প্রসূতি মৃত্যুর অভিযোগ ওঠায় মঙ্গলবার সকালে উত্তেজনা ছড়াল বসিরহাটের মাটিয়ায়। নার্সিংহোমের মালিককে গ্রেফতারও করেছে পুলিশ। অভিযুক্ত আরও দুই মালিক ও এক হাতুড়ে চিকিৎসকের খোঁজ চলছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মাটিয়ার মনিমারি গ্রামের বাসিন্দা অপর্ণা বিশ্বাসকে (১৯) রবিবার ভর্তি করা হয়েছিল ওই নার্সিংহোমে। ওই দিনই সন্তান প্রসব করেন তিনি। সোমবার মারা যান তিনি। অসুস্থ অবস্থায় তাঁর সন্তানকে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে ভাঙচুর চলে নার্সিংহোমে।

অপর্ণার স্বামী অনুপ বিশ্বাস নার্সিংহোমের মালিক কাসেম মণ্ডল, মনিরুল মণ্ডল, সাফিয়ার মণ্ডল এবং হাতুড়ে চিকিৎসক রাজুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোমবার ধরা পড়ে এক অভিযুক্ত। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়। বসিরহাট থানার আইসি গৌতম মিত্র বলেন, ‘‘কাসেম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় নথি না থাকায় নার্সিংহোমটি বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযুক্ত চিকিৎসক এবং অন্য দুই মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।’’ পুলিশ জানায়, মাটিয়ার ওই নার্সিংহোমের এক মালিক নিজে এবং বহিরাগত হাতুড়ে দিয়ে অস্ত্রোপচার করান বলে অভিযোগ। রাজু এবং কাসেমই অপর্ণার অস্ত্রোপচার করেছিলেন। অভিযোগ, ঠিক মতো অস্ত্রোপচার না হওয়ায় মা ও শিশু দু’জনই অসুস্থ হয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক বুঝে ওই চিকিৎসক এবং নার্সিংহোমের মালিকেরা পালায়। মৃতার দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

কাসেমের অবশ্য দাবি, অস্ত্রোপচারের আগেই মহিলার শারীরিক অবস্থা ভাল ছিল না। তিনি রক্তাল্পতায় ভুগছিলেন। সে কথা তাঁর আত্মীয়দের জানানোও হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন