বন্ধ রেডব্যাঙ্কেও এনসেফ্যালাইটিস, মৃত বধূ

এ বার বন্ধ রেডব্যাঙ্ক চা বাগানে এনসেফ্যালাইটিসের উপসর্গজনিত কারণে মৃত্যু হল। বুধবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ডুয়ার্সের রেডব্যাঙ্ক চা বাগানের শ্রমিক পরিবারের গৃহবধূর। তাঁর নাম বীণা প্রধান (৪২)। ওই বধূ অ্যাকিউট এনসেফ্যালাটিস উপসর্গে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রের খবর।

Advertisement

নিলয় দাস

বানারহাট শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৪ ০২:২১
Share:

এ বার বন্ধ রেডব্যাঙ্ক চা বাগানে এনসেফ্যালাইটিসের উপসর্গজনিত কারণে মৃত্যু হল। বুধবার ভোরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ডুয়ার্সের রেডব্যাঙ্ক চা বাগানের শ্রমিক পরিবারের গৃহবধূর। তাঁর নাম বীণা প্রধান (৪২)। ওই বধূ অ্যাকিউট এনসেফ্যালাটিস উপসর্গে আক্রান্ত বলে হাসপাতাল সূত্রের খবর। ওই বাগানটি বন্ধের পর থেকে নানা রোগে ভুগে গত ৯ মাসে ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ দিন বাগানে যায় স্বাস্থ্য দফতরের একটি দল। জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণ শর্মা জানান, ওই বাগানে রোগ প্রতিরোধমূলক সব রকম পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

বাগানের উপর লাইনের বাসিন্দা বীণা দেবীর বাড়িতে স্বামী ও দুই ছেলে রয়েছেন। বাড়ির লোকজনেরা জানান, গত বৃহস্পতিবার প্রবল জ্বর ও মাথাব্যথা নিয়ে তাঁকে বানারহাট স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে পরিস্থিতির অবনতি হয়। মাথাব্যথা, জ্বরের পাশাপাশি খিঁচুনি শুরু হলে চিকিৎসকেরা তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তাঁকে ভর্তি করানো হয় রবিবার। বুধবার তাঁর মৃত্যু হয়। পঞ্চায়েতের তরফে বাগানে সচেতনতা শুরু হয়েছে। বুধবার জ্বরে আক্রান্ত আরও তিন জনকে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাগানের অনেকে শুয়োর পোষেন। শুয়োর থেকে রোগ ছড়াতে পারে বলে আতঙ্কে রয়েছে। বাগানের বাসিন্দা দিলীপ সরকারের কথায়, “গভীর নলকূপের জল খাচ্ছি। তবে শুয়োর নিয়ন্ত্রণ না হলে রোগ ছড়াতে পারে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন