বহরমপুরে চালু হচ্ছে ডায়ালিসিস ইউনিট

ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে কলকাতা মেডিক্যাল কলেজের সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেরও ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। বহরমপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওই উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বহরমপুর শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৪ ০২:৪১
Share:

দশ শয্যার ডায়ালিসিস ইউনিট। ছবি:গৌতম প্রামাণিক।

ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন হল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া থেকে কলকাতা মেডিক্যাল কলেজের সঙ্গে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজেরও ডায়ালিসিস ইউনিটের উদ্বোধন করেন। বহরমপুরে মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ওই উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

মুর্শিদাবাদ জেলায় সরকারি হাসপাতালে এত দিন ডায়ালিসিস ইউনিট চালু ছিল না। বহরমপুরের একটি মাত্র বেসরকারি হাসপাতালে ওই ডায়ালিসিস ইউনিট রয়েছে। বহরমপুর লাগোয়া ভাগরীথীর পশ্চিমপাড়ের ওই বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করতেও রোগীর বাড়ির লোকজনদের বাড়তি খরচ গুনতে হত। অনেক সময়ে ডায়ালিসিসের জন্য কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে বা বেসরকারি হাসপাতালে রোগী নিয়ে ছুটতে হত। এতে সময় ও বাড়তি অর্থ খরচ হত।

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় এক কোটি টাকা খরচ করে ১০ শয্যার ওই ডায়ালিসিস ইউনিট চালু হওয়ায় ডায়ালিসিসের জন্য এখন থেকে অবশ্য মুর্শিদাবাদবাসীকে আর কলকাতা ছুটতে হবে না বলেই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। সেই সঙ্গে মুর্শিদাবাদ লাগোয়া নদিয়া-মালদহ ও বীরভূমের বাসিন্দারাও সহজেই ওই সুবিধে পেতে পারেন। মন্ত্রী বলেন, “ডায়ালিসিস অত্যন্ত ব্যয় বহুল চিকিৎসা। অনেক সময়ে আর্থিক কারণে এত ব্যয় বহুল চিকিৎসা সাধারণ মানুষের পক্ষে বহণ করা সম্ভব হয় না। সাধারণ মানুষদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী এখন ওই ধরণের বিভিন্ন ইউনিট খোলার দিকে নজর দিয়েছেন এবং সেই মত পদক্ষেপও করছেন।”

Advertisement

এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন মুর্শিদাবাদের জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, মুর্শিদাবাদের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তাপস রায়-সহ জেলা স্বাস্থ্য দফতরের বিভিন্ন আধিকারিক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার অজয় রায় বলেন, “বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা নিতে মুর্শিদাবাদ জেলার মানুষ কলকাতা ও রাজ্যের বাইরে চলে যাচ্ছেন। আমরা চাইছি বাড়ির কাছাকাছি চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে। যাতে মুর্শিদাবাদবাসীকে জেলার বাইরে যেতে না হয়।”

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালিসিস করতে শুরুতে ৭৫০ টাকা এবং ডায়ালিসিস করতে যে সমস্ত উপকরণ লাগবে তার জন্য অতিরিক্ত ২৮০ টাকা লাগবে। পরের বার ডায়ালিসিস করতে অবশ্য ৭৫০ টাকার বদলে ৫০০ টাকা ও ২৮০ টাকা দিতে হবে। চন্দ্রিমাদেবী বলেন, “পিপিপি মডেলে ওই ডায়ালিসিস ইউনিট চালানো হবে। ওই ডায়ালিসিস ইউনিট চালানোর জন্য কলকাতার একটি সংস্থার সঙ্গে সরকারের মৌ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী প্রতি তিন মাস অন্তর ওই সংস্থা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে তিন লক্ষ টাকা করে দেবে। ওই অর্থ ফের রোগীদের স্বার্থে কাজে লাগানো হবে।”

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপার তথা সহ-অধ্যক্ষ মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, “কোনও রোগীর পরিবারের ডায়ালিসিস করার মত আর্থিক সঙ্গতি না থাকলে সেই রোগীর পরিবার রোগী কল্যাণ সমিতির কাছে লিখিত আবেদন করলে ওই রোগীর ডায়ালিসিসে শতকরা ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া যেতে পারে।”

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, উদ্বোধন হলেও ওই ডায়ালিসিস ইউনিট চালু হতে এখনও ১৫ দিন সময় লাগবে। বাতানুকুল ওই অত্যাধুনিক ডায়ালিসিস ইউনিটে ১০টি মেশিনও এসে গিয়েছে। কিন্তু ওই ইউনিটে এ দিন বহিরাগত লোকজন ঢোকার ফলে ওই ইউনিটটির জীবাণুমুক্ত করার প্রয়োজন রয়েছে। সব দিক খতিয়ে দেখে স্বাস্থ্য ভবন ওই ইউনিট চালুর নির্দেশ দিলেই তা সাধারণের চিকিৎসার স্বার্থে খোলা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন