Anand Mahindra

বাড়ির ছাদে ‘স্করপিও’, চার চাকার জলের ট্যাঙ্ক দেখে আপ্লুত আনন্দ মহিন্দ্রা

স্করপিও-র মতো দেখতে জলের ট্যাঙ্কে গাড়ির মতো নাম্বার প্লেটও রয়েছে। আর  ইন্তাসার নিজের প্রথম গাড়িটিকে এতটাই ভালবাসতেন যে, সেই স্করপিও-র নম্বরটাই রয়েছে জলের ট্যাঙ্কে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২০ ১৫:৪২
Share:

বিহারের ভাগলপুরের বাসিন্দা ইন্তাসার আলম। তাঁর জীবনের প্রথম গাড়ি ছিল মহিন্দ্রার স্করপিও। খুবই প্রিয় ছিল সেই গাড়ি। পরে সেই গাড়ির অনুকরণেই বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক বানান তিনি। সম্প্রতি সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে রীতিমতো আপ্লুত মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। তিনি যে খুশি সেটা জানানোর পাশাপাশি ওই বাড়ির মালিককেও ‘সেলাম’ জানিয়েছেন আনন্দ।

Advertisement

স্করপিও-র মতো দেখতে জলের ট্যাঙ্কে গাড়ির মতো নাম্বার প্লেটও রয়েছে। আর ইন্তাসার নিজের প্রথম গাড়িটিকে এতটাই ভালবাসতেন যে, সেই স্করপিও-র নম্বরটাই রয়েছে জলের ট্যাঙ্কে। এমন ট্যাঙ্ক বানানোর পরিকল্পনা অবশ্য ইন্তাসারের একার নয়। আগ্রায় এমনই একটি ট্যাঙ্ক দেখে পছন্দ হয়েছিল তাঁর স্ত্রীর। সেটা জানার পরে স্ত্রীর পছন্দ রূপায়ণের উদ্যোগ নেন তিনি। এমনকি আগ্রায় গিয়ে খোঁজ করে কর্মীদের নিয়ে আসেন। আড়াই লাখ টাকা খরচে তৈরি করান 'স্করপিও ট্যাঙ্ক'।

আরও পড়ুন: ডেলিভারি বয় গ্রেফতার, ক্রেতার বাড়িতে কাবাব পৌঁছে দিল পুলিশ

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন