খোঁপার বাহারি স্টাইল

ইন্ডিয়ান, ওয়েস্টার্ন বা ক্যাজুয়াল... সবের সঙ্গেই হিট বাঙালির ঘরোয়া খোঁপা। যার বাহারি নাম বান। কোন পোশাকের সঙ্গে কেমন বান, খোঁজ দিল পত্রিকা ইন্ডিয়ান, ওয়েস্টার্ন বা ক্যাজুয়াল... সবের সঙ্গেই হিট বাঙালির ঘরোয়া খোঁপা। যার বাহারি নাম বান। কোন পোশাকের সঙ্গে কেমন বান, খোঁজ দিল পত্রিকা

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৮ ০০:৫১
Share:

সাইড লো ফ্ল্যাট টুইস্টেড বান

Advertisement

• এই স্টাইল করার জন্য চুল প্রথমে স্ট্রেট করে নিতে হবে।

• তার পর সাইড পার্টিং করে ক্লিপ দিয়ে দু’দিকে চুল আটকে নিতে হবে।

Advertisement

• এর পর চুলটাকে পনিটেল করুন।

• পনিটেল টুইস্ট করে চার দিকে পেঁচিয়ে টাইট করে বানটা করুন। এই টুইস্ট কিন্তু আপনি আপনার পছন্দমতো করতে পারেন।

• ক্যাজুয়াল ড্রেসের সঙ্গে এই বান করতে পারেন। আবার শাড়ির সঙ্গেও এই বান মানানসই।

• এই ধরনের বান ক্লাসি। আবার এর মধ্যে একটা রেট্রো ফিলও আছে।

• এই বানের সঙ্গে চাইলে দুল না-ও পরতে পারেন।

মেসি লো সাইড বান

• এই বান করার জন্য প্রথমে চুল পাফ করতে হবে। তাতে ভলিউমও আসে। দেখতেও ভাল লাগে।

• এর পর পুরো চুল কার্ল করে নিতে হবে।

• এর পর সাইড পার্টিং করে কার্ল করা চুল দিয়ে বান করুন।

• এই ধরনের বান ইন্ডিয়ান লুকের সঙ্গে ভাল যায়। ইন্ডিয়ান মানে শুধু যে শাড়ি বা সালোয়ার, তা নয়। এখানে যেমন ক্রপড টপের সঙ্গে পালাজো ম্যাচ করা হয়েছে। এই লুকের সঙ্গে এই বান পারফেক্ট। স্টাইলিশ, ক্লাসিও।

• বানের দিকেই নজর টানতে দুল বেশি ভারী না পরাই ভাল।

মেসি বান

• সামনের ও পিছনের বেশ অনেকটা চুল কার্ল করে নিন। খেয়াল রাখবেন, কার্ল যাতে সরু হয়।

• চুলের মাঝের কিছুটা অংশ নিয়ে টাইট করে একটা বান বাঁধুন।

• এ বার কার্ল করা চুল ক্লিপ দিয়ে ওই বানের সঙ্গে আটকে দিতে হবে।

• এ ক্ষেত্রে সাইড পার্টিং করতে পারেন। আবার পার্টিং না করে চুল পুরোটা উল্টেও করতে পারেন।

মনে রাখবেন, মুখের শেপ অনুযায়ী বান বাঁধবেন। সব মুখে সব ধরনের বান কিন্তু মানায় না।

এ ছাড়াও কী ধরনে‌র পোশাক পরছেন, তার উপরেও অনেকটা নির্ভর করবে বানের স্টাইলিং।

মডেল: শ্রীময়ী, নয়নিকা

মেকআপ ও হেয়ার: প্রীতি দাস

পোশাক: রিতু কুমার, লাইফস্টাইল

ছবি: আশিস সাহা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন