Lifestyle News

ফুলের  বাঁধন...

হাঁসফাঁস গরমে আপনার সাজে স্বস্তি আসুক। তাই শাড়ি হোক সুতি বা হ্যান্ডলুমের। সঙ্গে তাজা ফুল দিয়ে হেয়ারস্টাইল। ছড়িয়ে পড়ুক নিজস্বতাহাঁসফাঁস গরমে আপনার সাজে স্বস্তি আসুক। তাই শাড়ি হোক সুতি বা হ্যান্ডলুমের। সঙ্গে তাজা ফুল দিয়ে হেয়ারস্টাইল। ছড়িয়ে পড়ুক নিজস্বতা

Advertisement

ঈপ্সিতা বসু

শেষ আপডেট: ০৫ মে ২০১৮ ০০:০০
Share:

রোদতপ্ত দুপুর বা ভ্যাপসা সন্ধে, আবহাওয়া যেমনই হোক, অনুষ্ঠানের আমন্ত্রণ তো আসছেই। আর ভিড়ের মাঝে নিজেকে আলাদা দেখানোর চেষ্টা করছেন আপনিও। কিন্তু ঠিক যেন জমছেই না... বাছুন সুতি বা হ্যান্ডলুমের শাড়ি। বাড়তি মাত্রা আনতে চুলে লাগান নানা ফুল। চিরন্তন হয়েও চির আধুনিক এই সাজ।

Advertisement

সবুজ শাড়ি ও হলুদ গাঁদা

Advertisement

• এই স্টাইল করতে চুলের দৈর্ঘ্য লম্বা হতে হবে।

• চুল ভাল করে আঁচড়ে নিন।

• সাইড পার্টিং করে চুলগুলো এক পাশে করে নিতে হবে।

• এর পর ফ্রেঞ্চ রোলের মতো খোঁপা করুন।

• পছন্দ মতো বিন্যাসে ক্লিপ দিয়ে ইতিউতি গাঁদা আটকে নিন।

• ফুলের আকার যেন ছোট হয়।

• মেসি লুকটাই এর ইউএসপি। সুতি বা হ্যান্ডলুম শাড়ি এবং বিপরীত রঙের ব্লাউজ়ের সঙ্গে এই লুকে তৈরি করতে পারেন নিজের স্টাইল স্টেটমেন্ট।

লাল শাড়িতে জুঁইয়ের মালা...

• এই খোঁপার জন্য প্রথমে সামনের দিকের চুল পাফ করতে হবে। এতে ভলিউম আসবে। এর পর সামনের চুল উলটে, পনিটেল করুন।

• এ বার খোঁপা বাঁধুন। আবার বিনুনি করেও খোঁপা বাঁধা যায়।

• চুলের ভলিউম বুঝে জুঁইয়ের মালা খোঁপার চারপাশে এমন ভাবে জড়িয়ে দিন, যাতে খোঁপার বেশি অংশ দেখা না যায়।

• মালার দৈর্ঘ্য যেন ঘাড় ছুঁয়ে যায়। খোঁপা যেন বেশি উপরে বাঁধা না হয়, খেয়াল রাখবেন। লাল শাড়ি ও জুঁইয়ের মালায় ছক ভাঙুন স্লিভলেস ব্লাউজ়ে।

রাতে গোলাপি গোলাপ

• এই হেয়ারস্টাইলে সাইড পার্টিং করে, সেটাকে ছোট ছোট অংশে ভাগ করে, সেই অংশগুলিকে পেঁচিয়ে বসিয়ে নিন।

• তার পর খানিকটা চুল নিয়ে মাঝখানে ছোট বুফোঁ করে নিন।

• বাকি চুল নিয়ে মেসি বান করুন।

• এ বার খোঁপায় গোলাপ লাগান।

• গোলাপের রঙের সঙ্গে শাড়ির রং মিশে গেলে তো কথাই নেই। তবে হালকা রঙের শাড়ির সঙ্গে এই লুক আনবে বৈচিত্র।

সাদা গোলাপের বাহার

• মাঝখানে সিঁথি করে অল্প কার্ল করে নিন।

• এ বার সিঁথির দু’পাশ থেকে ছোট ছোট চুলের গোছা পেঁচিয়ে পিছনের দিকে আটকান।

• একই ভাবে মাঝখান থেকেও চুলের অংশ নিয়ে পেঁচিয়ে বসান।

• মাঝখানে গোলাপ আটকে নিন।

সুতির শাড়ি, সঙ্গে সূর্যমুখী

• এই স্টাইল কোঁকড়া চুলে ভাল মানাবে। না হলে কার্ল করে নিন।

• সাইড পার্টিং করে কিছুটা চুল টুইস্ট করে ডান দিকে কানের পাশে আটকে নিন।

• গোড়া বেঁধে হাত খোঁপা করে নিন, খানিকটা আলুথালু ভাবেই।

• খোঁপার নীচে সূর্যমুখী এমন ভাবে লাগান, যাতে কানের উপর না যায়।

• সূর্যমুখী বাছার সময় শাড়ির রঙের ব্যাপারেও সচেতন হবেন।

মডেল: রাতাশ্রী, রোজা, রিয়া, দ্যুতি; ছবি: আশিস সাহা।

মেকআপ ও হেয়ারস্টাইল: নবীন দাস;

জুয়েলারি: মায়রা।

শাড়ি: বুনকারি, হিন্দুস্থান পার্ক; ওয়ান সোসাইটি, পূর্ণ দাস রোড

ব্লাউজ়: প্রীতি দাস; লোকেশন: দ্য সনেট, সল্টলেক; ফুড পার্টনার: ৬ বালিগঞ্জ প্লেস, বালিগঞ্জ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন