এক রঙের জাদু

চোখে, ঠোঁটে, গালে একই রঙের শেড। সেটাই এখন ট্রেন্ড চোখে, ঠোঁটে, গালে একই রঙের শেড। সেটাই এখন ট্রেন্ড

Advertisement

নবনীতা দত্ত

শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ০০:০০
Share:

আলিয়া ভট্ট এবং অদিতি রাও হায়দরি

চোখে নীল, তো ঠোঁটে গোলাপি, আবার গালে পিচ। এই ধরনের মেকআপে আমরা অভ্যস্ত। কিন্তু নতুন সাজপাঠ শেখাচ্ছে অন্য ফর্মুলা। একই রঙের শেড থাকবে চোখে, ঠোঁটে ও গালে। পিচ রং ব্যবহার করতে চাইলে সেই রঙের ব্লাশার ও লিপস্টিক ব্যবহার করা হয় এই মোনোটোন মেকআপে। এই সাজে সাধারণত আইশ্যাডো ও মাসকারা দিয়েই পুরো চোখের মেকআপ হয়। আইলাইনার ও কাজল ব্যবহার করা হয় না। ফলে চোখটা বেশ ভাসা ভাসা দেখায়। আর পুরো মেকআপে একটা মায়াবী রূপ ফুটে ওঠে। সেই জন্যই এই মেকআপ ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে।

Advertisement

সাজের দুনিয়ায় এই মোনোটোন মেকআপ সম্প্রতি জাঁকিয়ে বসেছে সেলেব প্যালেটে। আলিয়া ভট্ট থেকে শুরু করে দীপিকা পাড়ুকোন, অদিতি রাও হায়দরি, সোনম কপূর আহুজা প্রমুখ তারকাদের অনুষ্ঠান থেকে বড় পর্দায় দেখা যাচ্ছে এই মেকআপে।

টুকরো টিপ্‌স

Advertisement

• লাল, সবুজ ইত্যাদি উজ্জ্বল রং দিয়ে মোনোটোন মেকআপ করা বেশ চাপের। কারণ ঠোঁটের ও গালের শেড বাছতে অসুবিধে হয়।

• পিচ, গোলাপি, হালকা খয়েরি, কপার ইত্যাদি নুড শেডেই মোনোক্রোম মেকআপ ভাল হয়।

• ঠোঁটে লিপস্টিক ব্যবহার না করে টিন্ট বা লিপ গ্লস ব্যবহার করতে পারেন। ভাল এফেক্ট আসবে।

• নেল পলিশের রংও ম্যাচ করাতে পারেন মেকআপ টোনের সঙ্গে।

ট্রেন্ড পুরনো হওয়ার আগেই বরং মেকআপ প্যালেট ও তুলি হাতে শুরু করা যাক এই সহজ সাজপাঠ...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন