@ স্কিনকেয়ার

ত্বকের যত্ন নিতে সাহায্য করবে এবার স্মার্টফোনও। অ্যাপের তালিকা দিল পত্রিকা ত্বকের যত্ন নিতে সাহায্য করবে এবার স্মার্টফোনও। অ্যাপের তালিকা দিল পত্রিকা

Advertisement
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০১৭ ০১:১৭
Share:

গ্ল্যামস্কাউট

Advertisement

ম্যাগাজিনে কারও মেকআপ দেখে হাঁ হয়ে গিয়েছেন? ভাবছেন, ইস এমনটা যদি করতে পারতাম! চিন্তা নেই, গ্ল্যামস্কাউট অ্যাপ আপনার সাহায্যের জন্য হাজির। আপনার পছন্দের ছবিটি তুলে এই অ্যাপে আপলোড করে দিন। ব্যস, অ্যাপই বলে দেবে কোন কোন শেডের মেকআপ ব্যবহার করেছেন মডেল। শুধু তা-ই নয়, চাইলে আপনি ভার্চুয়াল মেকআপও ব্যবহার করতে পারেন। মানে, নিজের ছবিতে দেখে নিতে পারেন আপনাকে কেমন মানাবে ওই মেকআপ।

Advertisement

ইউক্যাম

সেলফি তো সব সময় তোলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় লাইকের ঝড় উঠছে না? আপনার মুশকিল আসান করতে পারে ইউক্যাম অ্যাপ। নানা রঙের ভ্যারিয়েশন তো আছেই। এমনকী নভিসদের জন্য ওয়ানটাচ মেকওভারও আছে। আপনি শুধু সেলফিতে একবার টাচ করবেন, আর অ্যাপ নিজে থেকেই লাইট, কনট্রাস্ট, কালার ঠিক করে দেবে। ইনস্টাগ্রামে এবার আপনাকে আটকায় কে!

ম্যাচকো

মেকআপ হয়তো আপনি ভালই করতে পারেন। অনেকেই প্রশংসা করেন আপনার হাইলাইটারের। চোখের মেকআপেও আপনার জুড়ি মেলা ভার। কিন্তু বেসের শেড নিয়ে আপনি শুধু মাথার চুল ছিঁড়তেই বাকি রেখেছেন! ঘাবড়াবেন না, নামী মেকআপ আর্টিস্টরাও বলেন, বেস-টাই নাকি মেকআপের সবচেয়ে কঠিন কাজ। আপনি শুধু এই অ্যাপে আপনার ত্বকের কয়েকটা ছবি আপলোড করে দিন। ম্যাচকো অ্যাপ বলে দেবে, কোন বেস আপনার পক্ষে মানানসই।

মিসফিট শাইন

কে না জানে, ত্বক ভাল রাখতে ঘুম সবচেয়ে জরুরি। কিন্তু বললেই কি আর সম্ভব! অফিসের ডেডলাইন, দূষণ ত্বককে আর ভাল রাখতে দিচ্ছে কই? ব্যস্ত কর্পোরেটদের জন্য মিসফিট শাইন ভীষণ কাজের। মিসফিট ফিটনেস ট্র্যাকারের সাহায্য এই অ্যাপ বলে দেবে, আজ আপনি কতটা ক্যালরি খেলেন, কতটা হাঁটলেন বা কতটা ঘুমোলেন। এমনকী, ঠিক সময়ে অ্যালার্ম বাজিয়ে বলেও দেবে, কখন আপনার ‘বিউটি স্লিপ’ নেওয়ার সময় হয়ে গিয়েছে। আর কোনও দিন একটু বেশি ফাঁকি দিলে, পরের দিনের ওয়ার্কআউটের ফিরিস্তিও দিয়ে দেবে মিসফিট শাইন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement