দীপাবলির আবহে ফিউশনের সুর

দীপাবলির আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ। সঙ্গে বাতাসে শীতের আমেজ। এক মিষ্টি মেলবন্ধন।

Advertisement

পারমিতা সাহা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৮ ০১:৩০
Share:

মায়ের আরাধনা, আলোর রোশনাই, বাজির শব্দ, ভাইফোঁটা পর্ব... পুজো পুজো ফিলিংটা আরও কিছু দিন আমাদের ঘিরে থাকবে। আর উৎসবের পরম বন্ধু তো সাজগোজ। দুর্গাপুজোয় যেমন একচেটিয়া শাড়ির রাজত্ব, দীপাবলি কিন্তু অনেক বেশি এক্সপেরিমেন্টাল। তাই এই বিশেষ দিনগুলোর ফ্যাশন থিম হিসেবে অভিনেত্রী সায়ন্তিকা বেছে নিয়েছেন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক, যা একাধারে কমফর্টেবল এবং স্টাইলিশ। এ যুগে ফ্যাশনের আপ্তবাক্য।

Advertisement

দীপাবলির আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ। সঙ্গে বাতাসে শীতের আমেজ। এক মিষ্টি মেলবন্ধন। তাই এই মরসুমে পোশাকের মেটিরিয়াল হিসেবে দিব্যি ট্রাই করা যায় ব্রোকেড বা বেনারসি। ফ্যাশনকে খানিক বাঙালি উষ্ণতায় জারিয়ে সুন্দর একটা ওয়েস্টার্ন রূপ দেওয়া যেতে পারে। কারণ এই আলোর উৎসব দীপাবলি যতটা বাঙালির, দিওয়ালি আবার ঠিক ততটাই ভারতীয়ও।

সায়ন্তিকা তাই বেছে নিয়েছেন সাদা সাটিন শার্টের সঙ্গে বেনারসি প্যান্টস। ফ্যাব্রিক ভারতীয় হলেও পোশাকের কাট কিন্তু পশ্চিমি। নায়িকার মতে, পোশাক যত স্টাইলিশই হোক, তা আরামদায়ক হওয়া বাঞ্ছনীয়, তা না হলে তো ব্যক্তিত্বই সুন্দর ভাবে ফুটে উঠবে না।

Advertisement

হাই ওয়েস্ট স্কার্ট এখন ফ্যাশনে ইন। এখানে লেহঙ্গা স্কার্টটি হাই ওয়েস্ট। তার সঙ্গে ফিউশন ক্রপটপ। স্কার্ট এবং টপ দু’টিতেই রয়েছে সোনালি সুতোর এমব্রয়ডারি। পুরো পোশাকটিতে সুন্দর ভারতীয় ফিল। বেশি অ্যাকসেসরিজ় নায়িকার আবার পছন্দ নয়। তাই সেমি প্রেশাস স্টোন ও মুক্তোর একটি নেকপিসই যথেষ্ট, বললেন সায়ন্তিকা।

এই সময়টা শুধু পুজো বা ভাইফোঁটা নয়, বিয়ের মরসুমও শুরু হওয়ার অপেক্ষায়। লং ড্রেস ইদানীং বঙ্গকন্যেদের বিশেষ পছন্দের। তাতে যদি থাকে জমকালো এমব্রয়ডারি, যা পুরো পোশাকে আনবে একটা দেশজ ফিল, তা হলে বিয়েবাড়ির জন্য কেয়া বাত! এখানে সায়ন্তিকা তেমনই ব্ল্যাক ভেলভেটের একটি লং ড্রেস পরেছেন। তাতে রয়েছে উজ্জ্বল ফ্লোরাল মোটিফের এমব্রয়ডারি।

সব মিলিয়ে পোশাকে, সাজে, আবহে এ বারের দীপাবলি হয়ে উঠুক আরও উজ্জ্বল। আরও ফ্যাশনেবল।

ছবি: দেবর্ষি সরকার, পোশাক: অভিষেক রায়
মেকআপ: প্রসেনজিৎ বিশ্বাস
অ্যাকসেসরিজ়: জ়েনিথ
লোকেশন: হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন